আজ ৬ সেপ্টেম্বর ২০২৫ সোমবার মাদারীপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসার জাফর সাহেবের নেতৃত্বে একদল দল চৌকস মাদকদ্রব্য নিয়ন্ত্রক টিম মিলে রাজৈর উপজেলার গোপালগঞ্জ আদর্শ গ্রামে অলিয়ার মোল্লার বাড়ি থেকে মোট চারজন গাঁজা সেবনকারীকে গ্রেফতার করেন এবং উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল হকের অফিসে এনে মোবাইল কোর্টের আওতায় আনেন । উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল হক গাজা সেবনকারী তিনজনকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন এবং গাজা বিক্রেতা অলিয়ার মোল্লাকে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। গ্রেফতারকৃত চারজন হলেন ১. অলিয়ার মোল্লা (৬০) গোপালগঞ্জ আদর্শ গ্রাম। ২.মিঠু শেখ ( ২৭ )পিতা ওয়াজেদ শেখ গ্রাম আদর্শ গ্রাম। ৩. ভক্কার বেপারী( ২৭) পিতা জাহেদ আলী বেপারী গ্রাম নরারকান্দি। ৪. রিয়াদ খান ( ২০) পিতা জাকির খান গ্রাম মোল্লা কান্দি। অলিয়ার মোল্লাকে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। মিঠু শেখকে পাঁচ মাসের সাজা দেন। ভক্কার শেখকে পাঁচ মাসের সাজা দেন।বয়স কম বিধায় রিয়াদ খানকে এক মাসের সাজা দেন।
ব্রেকিং নিউজ:
রাজৈরে ৩ জন মাদকসেবীকে সাজা এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু।
-
সারাক্ষণ ডেস্ক - আপডেট সময় : ০৪:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- ১০০ জন সংবাদটি পড়েছেন
Tag :
জনপ্রিয় সংবাদ











