বন্দর থানার মদনপুরে অবস্থিত একতা সমবায় সুপার মার্কেটের ১০১ জন সদস্য এর মধ্যে মাত্র ৬/৭ জন বিপথগামী সদস্য যারা বিভিন্ন সময় মার্কেটের বিরুদ্ধে সুনাম বিনষ্টকারী ও সমিতির শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত থেকে সমিতের ক্ষতি করার কাজে লিপ্ত ছিল। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সমিতের সকল সদস্যগণ ও সাধারন ব্যবসায়ীরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। উপজেলা সমআয় কর্মকর্তা এবং ঢাকা বিভাগীয় কর্মকড়তাদের উপস্হিতিতে তারা সমিতির বিপদগামী সদস্যের সকল অভিযোগ প্রত্যাহার এবং আমিনুল, হিরালাল, এসহাক, ফজলুলহক,গিয়াস উদ্দিন, শফিকুল,এসহাক কবির গং দের সমিতি থেকে বহিষ্কারের দাবী জানান। এতে সমিতির ১০১ জন সদস্য এর মধ্যে ৯২ জন সদস্য ও সকল সাধারন ব্যবসায়ীরা উপস্থিতি ছিলেন।
ব্রেকিং নিউজ:
“একতা সমবায় সুপার মার্কেট” এর কতিপয় বিপথগামী সদস্যদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল।
-
সারাক্ষণ ডেস্ক - আপডেট সময় : ১২:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- ৯৫ জন সংবাদটি পড়েছেন
Tag :
জনপ্রিয় সংবাদ


















