মাদারীপুরে রাজৈরের কামালদী ব্রীজের উপর থেকে ব্যাংকের ডিএসআরের কাজ থেকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই রাজৈর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী জানায়, (১৫ জানুয়ারি২৬) বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচ টার দিকে মাদারীপুরের রাজৈর পৌর এলাকার ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর টেকেরহাট শাখা, পাইকপাড়ার ফুলতলা ও আমগ্রাম বাজার এজেন্ট ব্যাংকি শাখা থেকে নগদ ২৪ লাখ টাকা ব্যাগে করে নিয়ে একই উপজেলার বাজিতপুর মজুদদার বাজার ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের কামালদী ব্রীজ এলাকায় এলে তিনটি মোটরসাইকেল এসের এজেন্ট ব্যাংকিংর টেকেরহাট শাখার ডিএসআর সুশময় চক্রবর্তীর সাথে কথা বলে ও মুখের নামনে কিছু ধরে তখন সুশময়ের ব্যাগটি নিয়ে যায়, তখন টাকার ব্যাগ নিয়ে মাদারীপুরের দিকে চলে যায়।
ভুক্তভোগী সুশময় টেকেরহাট শাখার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর এজেন্ট ব্যাংকিংয়ের ডিএসআর ও রাজৈর পৌর এলাকার রাজৈর সাহাপাড়ার মৃত সম্পদ চক্রবর্তীর ছেলে ।
টেকেরহাট শাখার ম্যানেজার মনতোশ সরকার জানান, ঘটনাটির পর থেকে পুলিশ বিষয়টি তদন্ত করছে, আমারা বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছি।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন ও তদন্ত চলমান অবস্থায় জানায়, শয়তানের নিঃশাস মুখের সামনে ধরে টাকার ব্যাগটি নিয়ে যেতে পারে, তবে বিষটি আরো অধিকতর অনুসন্ধান চলছে।
মাদারীপুর জেলা প্রতিনিধি: 


















