ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দিনাজপুর বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় সীমান্ত পিলার ৩৪০/৩-এস এর নিকটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)–এর উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং ভারতের ৬৩ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শ্রী অরুণ কুমার।
বৈঠকে বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের পুশ-ইন বন্ধ এবং আইনগত প্রক্রিয়ায় হস্তান্তরের দাবি জানানো হয়। পাশাপাশি সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার বিষয়েও জোর দেওয়া হয়।
এ সময় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়। সীমান্ত অপরাধ দমনে নিয়মিত তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।
বৈঠকটি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করা হয়।
দিনাজপুর জেলা প্রতিনিধি 


















