কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পে অনিয়মের পাহাড় ● কেন্দ্রয়ী প্যাকিং হাউজ প্রকল্পে প্রায় দেড় কোটি টাকার মেশিন ও যন্ত্রপাতি পাওয়া যায়নি ● কান্ট্রি অফ অরজিন পরিবর্তন করে প্রতারণা করা হয়েছে ● ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের প্রকল্পে কম ক্ষমতা সম্পন্ন এলএলপি মেশিন কেনা হয়েছে। ● পলিনেট হাউজের মেজারমেন্ট সঠিক না থাকা সত্ত্বেও বিল দেয় হয়েছে।