ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নির্বাচন কমিশনের সতর্কবার্তা। সাবধান থাকার পরামর্শ। স্বৈরাচারের দোসরেরা ভোট বানচালের চেষ্টা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: প্রধান উপদেষ্টা প্রতি বছর বিলম্বে পাঠ্যবই ছাপার নেপথ্যে  ৫ হাজার কোটি টাকার গাইড বাণিজ্য ! নিরপরাধ আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের। মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার ঘোর বিরোধী দাপুটে তিন বুদ্ধিজীবী। ইয়াবাসহ সুমন নামে এক মাদক কারবারি ডিবির হাতে গ্রেফতার। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মাদারীপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। খুলনা গণপূর্তে দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য : উপসহকারী প্রকৌশলী মিজানুরের সাত বছরের অপ্রতিরোধ্য সিন্ডিকেট ! তিনিই স্বঘোষিত সম্রাট! শিক্ষার্থীদের মাঝে দেশ ফাউন্ডেশনের শিক্ষা প্রণোদনা বিতরণ। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১৫টি বিভাগে প্রথম স্থান অধিকার করে সবার শীর্ষে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ।

কোম্পানির মালিক হয়েও স্ত্রীর কারনে সম্পূর্ণ নিঃস্ব সহায় সম্বলহীন আজ

8

“কেউ কারো নয়”এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের বাংলা মিডিয়াম এর টিচার। দুই কন্যাসন্তান আছে। অগাধ বিত্ত বৈভবসহ প্রচুর উপার্জন করেছেন।নিজের বাবা মা ভাই বোন কাউকে প্রশ্রয় দেন নি। কারোর সাথে রাখেননি সম্পর্ক।

শুধুই স্ত্রী আর শ্বশুর বাড়ি তার কাছে প্রিয় ছিল। আজ অসুস্থ হয়ে যাওয়ার পরে সব হারিয়েছেন তিনি।না আছে তার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। সব কেড়েছেন তার প্রিয়তমা স্ত্রী। আজ পরিবার-পরিজন সব হারিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন। ভেবেছিলাম হয়তো হারায়ে গেছে। অনেক কষ্টে পরিবার খুঁজে বের করেছিলাম এক বুক আশা নিয়ে। সারাক্ষণ বার্তাকে বলছিলেন এক পরোপকারী মহান ব্যক্তি।

কিন্তু খুঁজে পেয়ে আরো কষ্ট হচ্ছে, কেন খুঁজতে গেলাম। তারা জানায়ে দিলো তারা কোন দায়িত্ব নিতে পারবে না। ব্রেন স্ট্রোক করে প্যারালাইসড হওয়ার পর তার বউ তাকে ডিভোর্স দিয়েছে দেড় বছর আগে৷ মেয়ে মাইলস্টোন কলেজে পড়ে। মেয়েটা আমাকে রিকোয়েস্ট করলো, এসব বিষয়ে ঘাটাঘাটি না করার জন্য।

এতে নাকি ওনার ক্যারিয়ার নষ্ট হবে এগুলো জানাজানি হলে। ওদের পক্ষে বাবার কাছে আসা সম্ভব না। ভদ্রলোক এর ভাই বোন ইন্ডিয়া থাকে৷ তাদের হদিস খুঁজে পাইনি। হসপিটাল থেকে ডাক্তার বললো পুরোপুরি সুস্থ হওয়া তার পক্ষে আর সম্ভব না। একভাবে শুয়ে থাকতে থাকতে শরীরের একপাশে পচন ধরে গেছে।

যতটুকু সুস্থ করা যায় চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেলের সার্জারি বিভাগে। এরপর বেঁচে থাকলে ফরিদপুর বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হবে।

জীবন বড় অদ্ভুত, বড়ই নিষ্ঠুর নির্মম। কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিঃস্ব নিরঞ্জন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনের সতর্কবার্তা। সাবধান থাকার পরামর্শ।

কোম্পানির মালিক হয়েও স্ত্রীর কারনে সম্পূর্ণ নিঃস্ব সহায় সম্বলহীন আজ

আপডেট সময় : ০১:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
8

“কেউ কারো নয়”এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের বাংলা মিডিয়াম এর টিচার। দুই কন্যাসন্তান আছে। অগাধ বিত্ত বৈভবসহ প্রচুর উপার্জন করেছেন।নিজের বাবা মা ভাই বোন কাউকে প্রশ্রয় দেন নি। কারোর সাথে রাখেননি সম্পর্ক।

শুধুই স্ত্রী আর শ্বশুর বাড়ি তার কাছে প্রিয় ছিল। আজ অসুস্থ হয়ে যাওয়ার পরে সব হারিয়েছেন তিনি।না আছে তার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। সব কেড়েছেন তার প্রিয়তমা স্ত্রী। আজ পরিবার-পরিজন সব হারিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন। ভেবেছিলাম হয়তো হারায়ে গেছে। অনেক কষ্টে পরিবার খুঁজে বের করেছিলাম এক বুক আশা নিয়ে। সারাক্ষণ বার্তাকে বলছিলেন এক পরোপকারী মহান ব্যক্তি।

কিন্তু খুঁজে পেয়ে আরো কষ্ট হচ্ছে, কেন খুঁজতে গেলাম। তারা জানায়ে দিলো তারা কোন দায়িত্ব নিতে পারবে না। ব্রেন স্ট্রোক করে প্যারালাইসড হওয়ার পর তার বউ তাকে ডিভোর্স দিয়েছে দেড় বছর আগে৷ মেয়ে মাইলস্টোন কলেজে পড়ে। মেয়েটা আমাকে রিকোয়েস্ট করলো, এসব বিষয়ে ঘাটাঘাটি না করার জন্য।

এতে নাকি ওনার ক্যারিয়ার নষ্ট হবে এগুলো জানাজানি হলে। ওদের পক্ষে বাবার কাছে আসা সম্ভব না। ভদ্রলোক এর ভাই বোন ইন্ডিয়া থাকে৷ তাদের হদিস খুঁজে পাইনি। হসপিটাল থেকে ডাক্তার বললো পুরোপুরি সুস্থ হওয়া তার পক্ষে আর সম্ভব না। একভাবে শুয়ে থাকতে থাকতে শরীরের একপাশে পচন ধরে গেছে।

যতটুকু সুস্থ করা যায় চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেলের সার্জারি বিভাগে। এরপর বেঁচে থাকলে ফরিদপুর বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হবে।

জীবন বড় অদ্ভুত, বড়ই নিষ্ঠুর নির্মম। কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিঃস্ব নিরঞ্জন।