ঢাকা ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নির্বাচন কমিশনের সতর্কবার্তা। সাবধান থাকার পরামর্শ। স্বৈরাচারের দোসরেরা ভোট বানচালের চেষ্টা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: প্রধান উপদেষ্টা প্রতি বছর বিলম্বে পাঠ্যবই ছাপার নেপথ্যে  ৫ হাজার কোটি টাকার গাইড বাণিজ্য ! নিরপরাধ আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের। মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার ঘোর বিরোধী দাপুটে তিন বুদ্ধিজীবী। ইয়াবাসহ সুমন নামে এক মাদক কারবারি ডিবির হাতে গ্রেফতার। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মাদারীপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। খুলনা গণপূর্তে দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য : উপসহকারী প্রকৌশলী মিজানুরের সাত বছরের অপ্রতিরোধ্য সিন্ডিকেট ! তিনিই স্বঘোষিত সম্রাট! শিক্ষার্থীদের মাঝে দেশ ফাউন্ডেশনের শিক্ষা প্রণোদনা বিতরণ। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১৫টি বিভাগে প্রথম স্থান অধিকার করে সবার শীর্ষে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ।

দিনাজপুরে বাদল সরকারের শতবর্ষে মঞ্চস্থ হল”সারারাত্তির” বৈকালী নাট্য গোষ্ঠীর ৪৪তম প্রযোজনা

6

প্রখ্যাত নাট্যকার বাদল সরকারের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে মঞ্চস্থ হলো তাঁর অন্যতম প্রতীকী নাটক ‘সারারাত্তির’। গত শনিবার দিবাগত রাতে দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে উত্তরাঞ্চলের স্বনামধন্য নাট্য সংগঠন বৈকালী নাট্যগোষ্ঠী নাটকটির ৪৪তম প্রযোজনায় নাট্যপ্রেমীদের সামনে উপস্থাপন করে।

নাটকটির নির্দেশনায় ছিলেন জাকির হোসেন। মঞ্চ পরিকল্পনা করেন সুলতান কামাল উদ্দিন বাচ্চু, আলোকসজ্জায় ছিলেন আবু তাহের, আবহ সঙ্গীতে নজরুল ইসলাম এবং রূপসজ্জায় কাজ করেন টংকনাথ অধিকারী।

‘সারারাত্তির’ একটি প্রতীকী নাটক, যেখানে এক ঝড়ো রাতে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেওয়া তিন ভিন্ন বয়সের মানুষের কথোপকথন, সংঘর্ষ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ফুটে ওঠে সামাজিক বৈষম্য, বঞ্চনা, স্মৃতি ও অস্তিত্বের প্রশ্ন। এটি শুধু নাটক নয়, সমাজ ও আত্মজিজ্ঞাসার এক রূপক উপাখ্যান।

নাটকে বৃদ্ধ চরিত্রে অভিনয় করেন সুলতান কামাল উদ্দিন বাচ্চু, স্ত্রী চরিত্রে ছিলেন আঞ্জুমান আরা শিখা, এবং ‘পরিচয়’ চরিত্রে অভিনয় করেন ষষ্ঠী চন্দ।

দর্শকরা নাটকটি গভীর মনোযোগ ও আবেগ নিয়ে উপভোগ করেন। বাদল সরকারের রচনার অন্তর্নিহিত দার্শনিকতা ও বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা সবাইকে মুগ্ধ করে। নাটকের শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিনয় শিল্পীদের করতালি দিয়ে অভিবাদন জানান।

বৈকালী নাট্যগোষ্ঠীর এই প্রযোজনা দিনাজপুরের সংস্কৃতি জগতে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। সংস্কৃতিপ্রেমী, শিল্পী, সাহিত্যিক ও মুক্তমনা মানুষের হৃদয়ে রেখাপাত করতে পেরেছে বৈকালী নাট্য গোষ্ঠীর এ অনন্য উপস্থাপনা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনের সতর্কবার্তা। সাবধান থাকার পরামর্শ।

দিনাজপুরে বাদল সরকারের শতবর্ষে মঞ্চস্থ হল”সারারাত্তির” বৈকালী নাট্য গোষ্ঠীর ৪৪তম প্রযোজনা

আপডেট সময় : ১১:২০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
6

প্রখ্যাত নাট্যকার বাদল সরকারের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে মঞ্চস্থ হলো তাঁর অন্যতম প্রতীকী নাটক ‘সারারাত্তির’। গত শনিবার দিবাগত রাতে দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে উত্তরাঞ্চলের স্বনামধন্য নাট্য সংগঠন বৈকালী নাট্যগোষ্ঠী নাটকটির ৪৪তম প্রযোজনায় নাট্যপ্রেমীদের সামনে উপস্থাপন করে।

নাটকটির নির্দেশনায় ছিলেন জাকির হোসেন। মঞ্চ পরিকল্পনা করেন সুলতান কামাল উদ্দিন বাচ্চু, আলোকসজ্জায় ছিলেন আবু তাহের, আবহ সঙ্গীতে নজরুল ইসলাম এবং রূপসজ্জায় কাজ করেন টংকনাথ অধিকারী।

‘সারারাত্তির’ একটি প্রতীকী নাটক, যেখানে এক ঝড়ো রাতে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেওয়া তিন ভিন্ন বয়সের মানুষের কথোপকথন, সংঘর্ষ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ফুটে ওঠে সামাজিক বৈষম্য, বঞ্চনা, স্মৃতি ও অস্তিত্বের প্রশ্ন। এটি শুধু নাটক নয়, সমাজ ও আত্মজিজ্ঞাসার এক রূপক উপাখ্যান।

নাটকে বৃদ্ধ চরিত্রে অভিনয় করেন সুলতান কামাল উদ্দিন বাচ্চু, স্ত্রী চরিত্রে ছিলেন আঞ্জুমান আরা শিখা, এবং ‘পরিচয়’ চরিত্রে অভিনয় করেন ষষ্ঠী চন্দ।

দর্শকরা নাটকটি গভীর মনোযোগ ও আবেগ নিয়ে উপভোগ করেন। বাদল সরকারের রচনার অন্তর্নিহিত দার্শনিকতা ও বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা সবাইকে মুগ্ধ করে। নাটকের শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিনয় শিল্পীদের করতালি দিয়ে অভিবাদন জানান।

বৈকালী নাট্যগোষ্ঠীর এই প্রযোজনা দিনাজপুরের সংস্কৃতি জগতে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। সংস্কৃতিপ্রেমী, শিল্পী, সাহিত্যিক ও মুক্তমনা মানুষের হৃদয়ে রেখাপাত করতে পেরেছে বৈকালী নাট্য গোষ্ঠীর এ অনন্য উপস্থাপনা।