ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারের দোসরেরা ভোট বানচালের চেষ্টা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: প্রধান উপদেষ্টা প্রতি বছর বিলম্বে পাঠ্যবই ছাপার নেপথ্যে  ৫ হাজার কোটি টাকার গাইড বাণিজ্য ! নিরপরাধ আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের। মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার ঘোর বিরোধী দাপুটে তিন বুদ্ধিজীবী। ইয়াবাসহ সুমন নামে এক মাদক কারবারি ডিবির হাতে গ্রেফতার। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মাদারীপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। খুলনা গণপূর্তে দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য : উপসহকারী প্রকৌশলী মিজানুরের সাত বছরের অপ্রতিরোধ্য সিন্ডিকেট ! তিনিই স্বঘোষিত সম্রাট! শিক্ষার্থীদের মাঝে দেশ ফাউন্ডেশনের শিক্ষা প্রণোদনা বিতরণ। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১৫টি বিভাগে প্রথম স্থান অধিকার করে সবার শীর্ষে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ। মহামানব গণেশ পাগল সেবাশ্রম কমিটির আগামীদিনের কর্ম পরিকল্পনা ঘোষণা।
লালমনিরহাটে সাংবাদিক ও তাঁর মায়ের ওপর সশস্ত্র হামলা, একজন গ্রেপ্তার

লালমনিরহাটে সাংবাদিক ও তাঁর মায়ের ওপর সশস্ত্র হামলা, একজন গ্রেপ্তার

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৭৩ জন সংবাদটি পড়েছেন
3

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢগাছ গ্রামে স্থানীয় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির ও তাঁর মা সামসুন্নাহার বেগম লুসির ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হেলাল ও তাঁর মা দুজনেই আহত হন। পুলিশ ইতোমধ্যে সোহরাব আলী নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়, সেদিন রাতে পেশাগত কাজে শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন হেলাল কবির। পথে স্থানীয় মকবুল হোসেন, তাঁর চার ছেলে এবং আরও কয়েকজন মিলে তাঁর পথরোধ করে। পূর্বশত্রুতার জেরে তারা লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পেটায় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

ছেলের আর্তচিৎকার শুনে তাঁর মা সামসুন্নাহার বেগম ছুটে এলে হামলাকারীরা তাকেও মারধর করে আহত করে।

পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর হেলাল কবির বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরন্নবী জানান, মামলার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। সহকর্মীরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁরা মনে করছেন, এ ধরনের সশস্ত্র হামলা শুধু ব্যক্তি নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপরও হুমকি।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচারের দোসরেরা ভোট বানচালের চেষ্টা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: প্রধান উপদেষ্টা

লালমনিরহাটে সাংবাদিক ও তাঁর মায়ের ওপর সশস্ত্র হামলা, একজন গ্রেপ্তার

লালমনিরহাটে সাংবাদিক ও তাঁর মায়ের ওপর সশস্ত্র হামলা, একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
3

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢগাছ গ্রামে স্থানীয় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির ও তাঁর মা সামসুন্নাহার বেগম লুসির ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হেলাল ও তাঁর মা দুজনেই আহত হন। পুলিশ ইতোমধ্যে সোহরাব আলী নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়, সেদিন রাতে পেশাগত কাজে শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন হেলাল কবির। পথে স্থানীয় মকবুল হোসেন, তাঁর চার ছেলে এবং আরও কয়েকজন মিলে তাঁর পথরোধ করে। পূর্বশত্রুতার জেরে তারা লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পেটায় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

ছেলের আর্তচিৎকার শুনে তাঁর মা সামসুন্নাহার বেগম ছুটে এলে হামলাকারীরা তাকেও মারধর করে আহত করে।

পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর হেলাল কবির বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরন্নবী জানান, মামলার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। সহকর্মীরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁরা মনে করছেন, এ ধরনের সশস্ত্র হামলা শুধু ব্যক্তি নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপরও হুমকি।