ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারের দোসরেরা ভোট বানচালের চেষ্টা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: প্রধান উপদেষ্টা প্রতি বছর বিলম্বে পাঠ্যবই ছাপার নেপথ্যে  ৫ হাজার কোটি টাকার গাইড বাণিজ্য ! নিরপরাধ আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের। মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার ঘোর বিরোধী দাপুটে তিন বুদ্ধিজীবী। ইয়াবাসহ সুমন নামে এক মাদক কারবারি ডিবির হাতে গ্রেফতার। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মাদারীপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। খুলনা গণপূর্তে দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য : উপসহকারী প্রকৌশলী মিজানুরের সাত বছরের অপ্রতিরোধ্য সিন্ডিকেট ! তিনিই স্বঘোষিত সম্রাট! শিক্ষার্থীদের মাঝে দেশ ফাউন্ডেশনের শিক্ষা প্রণোদনা বিতরণ। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১৫টি বিভাগে প্রথম স্থান অধিকার করে সবার শীর্ষে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ। মহামানব গণেশ পাগল সেবাশ্রম কমিটির আগামীদিনের কর্ম পরিকল্পনা ঘোষণা।

বিএনপি থেকে চাঁদাবাজ ও ধান্দাবাজদের অপসারণ,রাহুমুক্ত হচ্ছে সনাতনী সম্প্রদায়। শীঘ্রই আরেক ধান্দাবাজের পতন!

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১১৭ জন সংবাদটি পড়েছেন
6

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্তত নয়জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের কথা জানান।

এই বহিষ্কারের তালিকায় রয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মি. রিজভী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হলো।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। এই নির্বাচনে অংশ নিতে বিভিন্ন আসনে বিএনপি ও জোটের প্রার্থীদের মনোনয়ন দিয়েছিল বিএনপি।

যে সব নেতাদের বহিষ্কার করা হয়েছে তাদের অনেকেই দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

ধারণা করা হচ্ছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা নির্বাচনে অংশ নেওয়ার কারণেই দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

এর আগে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে পদত্যাগের কথাও বলেছিলেন।

সারাক্ষণ বার্তার কাছে আরো তথ্য আছে যে, দীর্ঘদিন সনাতনী সম্প্রদায়কে পুঁজি করে বিএনপি নামধারী কিছু ধান্দাবাজ লোক এতদিন সুবিধা নিয়ে আসছিলো কিন্তু এখন এসমস্ত তথাকথিত চাঁদাবাজদের স্বরুপ ক্রমান্বয়েই  উন্মোচিত হচ্ছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বহিষ্কারের তালিকায় যুক্ত হচ্ছে আরো কতিপয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের নাম।নাম প্রকাশে অনিচ্ছুক সনাতন ধর্মাবলম্বী এক বিএনপি নেতাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অচিরেই সনাতনী সম্প্রদায় রাহুমুক্ত হচ্ছে। বিএনপির হাইকমান্ড যে সিদ্ধান্ত নিয়েছে এটি সময়োপযোগী ও যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন,আমি মনে করি, সুবিধাবাদী ও ধান্দাবাজদের দল থেকে অপসারণ করা উচিৎ।

তিনি বলেন, চাঁদাবাজ তরুন কান্তি দে বিভিন্ন সময় সনাতনীদের পুঁজি করে তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছিল।এবার এর অবসান ঘটবে। সনাতনী সম্প্রদায় নির্বিঘ্নে বিএনপির রাজনৈতিক আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করতে পারবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচারের দোসরেরা ভোট বানচালের চেষ্টা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: প্রধান উপদেষ্টা

বিএনপি থেকে চাঁদাবাজ ও ধান্দাবাজদের অপসারণ,রাহুমুক্ত হচ্ছে সনাতনী সম্প্রদায়। শীঘ্রই আরেক ধান্দাবাজের পতন!

আপডেট সময় : ০৭:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
6

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্তত নয়জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের কথা জানান।

এই বহিষ্কারের তালিকায় রয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মি. রিজভী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হলো।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। এই নির্বাচনে অংশ নিতে বিভিন্ন আসনে বিএনপি ও জোটের প্রার্থীদের মনোনয়ন দিয়েছিল বিএনপি।

যে সব নেতাদের বহিষ্কার করা হয়েছে তাদের অনেকেই দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

ধারণা করা হচ্ছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা নির্বাচনে অংশ নেওয়ার কারণেই দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

এর আগে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে পদত্যাগের কথাও বলেছিলেন।

সারাক্ষণ বার্তার কাছে আরো তথ্য আছে যে, দীর্ঘদিন সনাতনী সম্প্রদায়কে পুঁজি করে বিএনপি নামধারী কিছু ধান্দাবাজ লোক এতদিন সুবিধা নিয়ে আসছিলো কিন্তু এখন এসমস্ত তথাকথিত চাঁদাবাজদের স্বরুপ ক্রমান্বয়েই  উন্মোচিত হচ্ছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বহিষ্কারের তালিকায় যুক্ত হচ্ছে আরো কতিপয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের নাম।নাম প্রকাশে অনিচ্ছুক সনাতন ধর্মাবলম্বী এক বিএনপি নেতাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অচিরেই সনাতনী সম্প্রদায় রাহুমুক্ত হচ্ছে। বিএনপির হাইকমান্ড যে সিদ্ধান্ত নিয়েছে এটি সময়োপযোগী ও যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন,আমি মনে করি, সুবিধাবাদী ও ধান্দাবাজদের দল থেকে অপসারণ করা উচিৎ।

তিনি বলেন, চাঁদাবাজ তরুন কান্তি দে বিভিন্ন সময় সনাতনীদের পুঁজি করে তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছিল।এবার এর অবসান ঘটবে। সনাতনী সম্প্রদায় নির্বিঘ্নে বিএনপির রাজনৈতিক আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করতে পারবে।