১: ঢাকা ১২- বিপ্লবি ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে। সাবেক যুবদল নেতা সাইফুল ইসলাম নিরব এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন আর শেষ পর্যন্ত থাকলে সাইফুল হক হারবেন।
২: পটুয়াখালী ৩ – বিকাশ নুর। বিদ্রোহী হাসান মামুনকে বসিয়ে দিতে না পারলে এই আসনে ভিপি নুর নিশ্চিত হারবে।
৩:ঝিনাইদহ ৪ – রাশেদ খান মেনন। বিএনপির বিদ্রোহী প্রার্থীকে বসিয়ে না দিলে রাশেদ খান মেননের জামানত বাজেয়াপ্ত হবে।
৪: ব্রাহ্মণবাড়িয়া-২ – জুনায়েদ আল হাবীব। শরীকদের মন রক্ষার্থে বিএনপির সব থেকে কঠিন সিদ্ধান্ত ছিল এই আসনে রুমিন ফারহানাকে নমিনেশন না দেওয়া। রুমিন ফারহানা শেষ পর্যন্ত মাঠে থাকলে শরিকের জামানত বাজেয়াপ্ত হবে।
৫: ঢাকা ১৪- এই আসনে বিএনপির প্রার্থী সানজিদা তুলি। উনি এই আসনে একজন বহিরাগত। উনি মুলত ঢাকা ১২ আসনের বাসিন্দা। এই আসনে জামাতের মনোনয়ন পেয়েছেন মীর আহমাদ বিন কাসেম আরমান। হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে।
৬. পিরোজপুর-১ আসন বিএনপি ছেড়েছে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে। আর এই আসনে জামাত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী যিনি দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যাক্তিত্ব। তিনি বিগত আওয়ামী আমলে বিপুল ভোটের ব্যাবদানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
সারাক্ষণ ডেস্ক 
















