২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর হঠাৎ করেই জাতির স্বঘোষিত নয়া ইমামের ভূমিকায় সংবাদমাধ্যমের পাতা, স্ক্রিন দখলে রাখতে শুরু করেন বদরুদ্দীন উমর, ফরহাদ মজহার, সলিমুল্লাহ খান। তিনজনেরই একটা জায়গায় গোড়া প্রোথিত, সেটা হচ্ছে- মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, অসাম্প্রদায়িক চেতনার অন্ধ বিরোধিতা করা। তিনজনেই নানা ছদ্মবেশে শয়নেস্বপনে, মনেপ্রাণে, ধ্যানেজ্ঞানে একাত্তর বিরোধী।
তিনজনই আগাগোড়া স্ববিরোধী, তাঁদের সকালের বক্তব্যের সঙ্গে বিকেলের মন্তব্যের প্রায় সময় কোনো মিল থাকে না। তাঁদের মধ্যে বদরুদ্দীন উমর সারাজীবন মুক্তিযুদ্ধ বিদ্বেষ ধারণ করে পরপারে পাড়ি জমিয়েছেন। বাকি দুই পয়সাবাজ শেয়ানা ফরহাদ মজহার ও সলিমুল্লাহ খান সুযোগ পেলেই বিকৃত ব্যাখ্যায় কথিত তথ্য উপস্থাপনের দায়িত্ব অত্যন্ত নির্লজ্জভাবে পালন করে যাচ্ছেন।
অবশ্য ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁদের যে কদর ছিলো দেশীয় চরিত্রহীন সংবাদমাধ্যমগুলোর কাছে, মাস কয়েক যেতে না যেতেই তা মিলিয়ে যায় শূন্যে। সংবাদমাধ্যমগুলো তাঁদের একধরনের ছুড়ে ফেলে দেয়। স্বঘোষিত তিন ইমামের একজন সলিমুল্লাহ খান এবার প্রয়াত লেখক আহমদ ছফা সম্পর্কে ‘নয়া তত্ত্ব’ উপস্থাপন করেছেন। তাঁর দাবি, মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় চিন্তাবিদ আহমদ ছফা। ছফা নাকি কবি–সাহিত্যিকদেরও কবি ছিলেন।
সারাক্ষণ ডেস্ক 


















