দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামপুর ১৬ মাইল বাজারে রবিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে দুইজন গাঁজা ও ট্যাবলেট ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে রামপুর ১৬ মাইল মাদক নির্মূল কমিটি সক্রিয় সহযোগিতা করেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই কমিটি দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সামাজিক উদ্যোগের অংশ হিসেবে এলাকায় সচেতনতা বৃদ্ধি এবং গোপন তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে আসছে।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা ও টাপেন্ডাটল উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মিলন আহম্মেদ
জেলা প্রতিনিধি দিনাজপুর 















