ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর। বিসিআইসি: খাদ্য নিরাপত্তা ও শিল্পায়নের অগ্রগামী প্রতিষ্ঠান।

মাদারীপুরে ১৬ বছর পর বিএনপির কর্মী সম্মেলন

ঋমাদারীপুরে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হলো বিএনপির কর্মী সম্মেলন। বুধবার (১৩ আগস্ট) বিকেলে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাদারীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে এবং সামা ওবায়েদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

সম্মেলনে বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, দুর্নীতি আর লুটপাট করে ক্ষমতায় বেশিদিন থাকা যায় না। আজ ফ্যাসিবাদীদের পতন এমনভাবে হয়েছে যে জনগণ এখন আওয়ামী লীগের নামটাও শুনতে চায় না।” তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষ না করায় জনগণের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির কার্যক্রম চলছে। দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত, তাদের কোনো স্থান বিএনপিতে হবে না।

সভাপতির বক্তব্যে সামা ওবায়েদ বলেন, মাদারীপুরে বিএনপির কর্মীরা পরিচ্ছন্ন রাজনীতি পছন্দ করেন। চাঁদাবাজি ও লুটপাটের সঙ্গে কেউ জড়িত থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি স্লোগান তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” উল্লেখ করে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সম্মেলনের মাধ্যমে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া, মাদারীপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আলহাজ্ব জাহান্দার আলী জাহান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ূন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু,মো. শাহজাহান মিয়া সরদার, বিএম মাহমুদ আলম সরদার, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, মো. সাদিকুর রহমান সাদিকসহ আরও অনেকে।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত! 

মাদারীপুরে ১৬ বছর পর বিএনপির কর্মী সম্মেলন

আপডেট সময় : ১২:৫৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

ঋমাদারীপুরে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হলো বিএনপির কর্মী সম্মেলন। বুধবার (১৩ আগস্ট) বিকেলে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাদারীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে এবং সামা ওবায়েদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

সম্মেলনে বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, দুর্নীতি আর লুটপাট করে ক্ষমতায় বেশিদিন থাকা যায় না। আজ ফ্যাসিবাদীদের পতন এমনভাবে হয়েছে যে জনগণ এখন আওয়ামী লীগের নামটাও শুনতে চায় না।” তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষ না করায় জনগণের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির কার্যক্রম চলছে। দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত, তাদের কোনো স্থান বিএনপিতে হবে না।

সভাপতির বক্তব্যে সামা ওবায়েদ বলেন, মাদারীপুরে বিএনপির কর্মীরা পরিচ্ছন্ন রাজনীতি পছন্দ করেন। চাঁদাবাজি ও লুটপাটের সঙ্গে কেউ জড়িত থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি স্লোগান তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” উল্লেখ করে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সম্মেলনের মাধ্যমে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া, মাদারীপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আলহাজ্ব জাহান্দার আলী জাহান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ূন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু,মো. শাহজাহান মিয়া সরদার, বিএম মাহমুদ আলম সরদার, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, মো. সাদিকুর রহমান সাদিকসহ আরও অনেকে।