ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী। নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর।

আসন্ন নির্বাচনে শতভাগ নিরপেক্ষতার নির্দেশ ডিএমপি কমিশনারের

পতিত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় ক্যাডারের ভূমিকায় নির্বাচনে অংশ নেওয়ায় দেশে-বিদেশে ইমেজ সংকটে পড়ে পুলিশ বাহিনী। সেই কলঙ্ক মোচনের লক্ষ্যে এবং নতুন ইমেজ গঠনের অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব সদস্যকে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

একই সঙ্গে প্রতিটি থানাকে সম্ভাব্য ভোটকেন্দ্রের ঝুঁকি নিরূপণ ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ঢাকা শহরে সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। কমিশনার জানিয়েছেন, নগরবাসী যেন নির্বিঘ্নে যাকে খুশি তাকে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য। ওসিদের ‘ভালো ইমেজ’ তৈরি, সঠিক পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট এবং ছিনতাই-চাঁদাবাজি রোধে কঠোর হওয়ার ওপরও তিনি জোর দেন।


সোমবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জুলাই-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স)। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ সভায় সভাপতির বক্তব্যে কমিশনার প্রায় ৩০ মিনিট দিকনির্দেশনা দেন। সভায় জুলাই মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন সম্প্রতি জানিয়েছেন, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর প্রেক্ষিতেই পুলিশের নির্বাচনি প্রস্তুতি শুরু হয়েছে।


এক উপপুলিশ কমিশনার যুগান্তরকে বলেন, কমিশনার ওসিদের নির্দেশ দিয়েছেন এমনভাবে কাজ করতে, যাতে জনগণ তাদের নিরপেক্ষ হিসেবে দেখে। আপনি বিএনপি বা জামায়াতের সমর্থক হতে পারেন, কিন্তু তা প্রকাশ করার দরকার নেই। এমন ইমেজ তৈরি করুন যাতে মানুষ বলে ওসি নিরপেক্ষ।

প্রতিটি থানা থেকে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা সংগ্রহ, কেন্দ্রের দূরত্ব নির্ধারণ, ভোটার সংখ্যা ও নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।


কমিশনার আরও বলেন, বহু মানুষ বছরের পর বছর ভোট দিতে পারেনি। এবার যেন তারা শান্তিতে ভোট দিতে পারে, সে পরিবেশ তৈরি করতে হবে। ছিনতাইকারী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান বাড়ানোর নির্দেশ দেন তিনি।

মোটরসাইকেল ব্যবহার করে অপরাধ বেড়ে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।


অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ সিআইএমএস (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেম)-এর তথ্য নিয়মিত আপডেট রাখার ওপর গুরুত্ব দেন এবং ওয়ারেন্ট তামিল ও চার্জশিট দাখিলে সময়সীমা মানার আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জুলাই মাসের অপরাধের সার্বিক চিত্র উপস্থাপন করেন, যার মধ্যে ডাকাতি, খুন, চুরি, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন তথ্য অন্তর্ভুক্ত ছিল।


অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার এবং সব থানার অফিসার ইনচার্জ।

Tag :
About Author Information

Milon Ahammed

পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী।

আসন্ন নির্বাচনে শতভাগ নিরপেক্ষতার নির্দেশ ডিএমপি কমিশনারের

আপডেট সময় : ০২:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

পতিত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় ক্যাডারের ভূমিকায় নির্বাচনে অংশ নেওয়ায় দেশে-বিদেশে ইমেজ সংকটে পড়ে পুলিশ বাহিনী। সেই কলঙ্ক মোচনের লক্ষ্যে এবং নতুন ইমেজ গঠনের অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব সদস্যকে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

একই সঙ্গে প্রতিটি থানাকে সম্ভাব্য ভোটকেন্দ্রের ঝুঁকি নিরূপণ ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ঢাকা শহরে সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। কমিশনার জানিয়েছেন, নগরবাসী যেন নির্বিঘ্নে যাকে খুশি তাকে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য। ওসিদের ‘ভালো ইমেজ’ তৈরি, সঠিক পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট এবং ছিনতাই-চাঁদাবাজি রোধে কঠোর হওয়ার ওপরও তিনি জোর দেন।


সোমবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জুলাই-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স)। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ সভায় সভাপতির বক্তব্যে কমিশনার প্রায় ৩০ মিনিট দিকনির্দেশনা দেন। সভায় জুলাই মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন সম্প্রতি জানিয়েছেন, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর প্রেক্ষিতেই পুলিশের নির্বাচনি প্রস্তুতি শুরু হয়েছে।


এক উপপুলিশ কমিশনার যুগান্তরকে বলেন, কমিশনার ওসিদের নির্দেশ দিয়েছেন এমনভাবে কাজ করতে, যাতে জনগণ তাদের নিরপেক্ষ হিসেবে দেখে। আপনি বিএনপি বা জামায়াতের সমর্থক হতে পারেন, কিন্তু তা প্রকাশ করার দরকার নেই। এমন ইমেজ তৈরি করুন যাতে মানুষ বলে ওসি নিরপেক্ষ।

প্রতিটি থানা থেকে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা সংগ্রহ, কেন্দ্রের দূরত্ব নির্ধারণ, ভোটার সংখ্যা ও নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।


কমিশনার আরও বলেন, বহু মানুষ বছরের পর বছর ভোট দিতে পারেনি। এবার যেন তারা শান্তিতে ভোট দিতে পারে, সে পরিবেশ তৈরি করতে হবে। ছিনতাইকারী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান বাড়ানোর নির্দেশ দেন তিনি।

মোটরসাইকেল ব্যবহার করে অপরাধ বেড়ে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।


অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ সিআইএমএস (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেম)-এর তথ্য নিয়মিত আপডেট রাখার ওপর গুরুত্ব দেন এবং ওয়ারেন্ট তামিল ও চার্জশিট দাখিলে সময়সীমা মানার আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জুলাই মাসের অপরাধের সার্বিক চিত্র উপস্থাপন করেন, যার মধ্যে ডাকাতি, খুন, চুরি, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন তথ্য অন্তর্ভুক্ত ছিল।


অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার এবং সব থানার অফিসার ইনচার্জ।