ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী। নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর।

৬ কোটি টাকার অবৈধ সম্পদ: পাপিয়া দম্পতির ৪২ মাসের কারাদণ্ড

  • বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৫২ জন সংবাদটি পড়েছেন

প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে ৪২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন। রায়ের সময় জামিনে থাকা পাপিয়া দম্পতি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ নিঃসন্দেহে প্রমাণ করতে সক্ষম হয়েছে। মামলায় অভিযোগকারীসহ মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

দুদকের মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২0 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে পাপিয়া ৩ কোটি ২৩ লাখ টাকার বেশি বিল নগদ পরিশোধ করেন। এছাড়া প্রায় ৪০ লাখ টাকার কেনাকাটা করেন, যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি। তদন্তে মোট ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়।

তাছাড়া ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত বাসাভাড়া বাবদ ৩০ লাখ টাকা, গাড়ির ব্যবসায় এক কোটি টাকা এবং নরসিংদীতে কেএমসি কার ওয়াশে ২০ লাখ টাকা বিনিয়োগ করেন পাপিয়া দম্পতি। এসব সম্পদেরও বৈধ উৎস প্রমাণ করতে পারেননি তারা।

বিশেষ প্রতিনিধি

Tag :
About Author Information

Milon Ahammed

পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী।

৬ কোটি টাকার অবৈধ সম্পদ: পাপিয়া দম্পতির ৪২ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ১২:২০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে ৪২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন। রায়ের সময় জামিনে থাকা পাপিয়া দম্পতি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ নিঃসন্দেহে প্রমাণ করতে সক্ষম হয়েছে। মামলায় অভিযোগকারীসহ মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

দুদকের মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২0 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে পাপিয়া ৩ কোটি ২৩ লাখ টাকার বেশি বিল নগদ পরিশোধ করেন। এছাড়া প্রায় ৪০ লাখ টাকার কেনাকাটা করেন, যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি। তদন্তে মোট ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়।

তাছাড়া ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত বাসাভাড়া বাবদ ৩০ লাখ টাকা, গাড়ির ব্যবসায় এক কোটি টাকা এবং নরসিংদীতে কেএমসি কার ওয়াশে ২০ লাখ টাকা বিনিয়োগ করেন পাপিয়া দম্পতি। এসব সম্পদেরও বৈধ উৎস প্রমাণ করতে পারেননি তারা।

বিশেষ প্রতিনিধি