ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নির্বাচন কমিশনের সতর্কবার্তা। সাবধান থাকার পরামর্শ। স্বৈরাচারের দোসরেরা ভোট বানচালের চেষ্টা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: প্রধান উপদেষ্টা প্রতি বছর বিলম্বে পাঠ্যবই ছাপার নেপথ্যে  ৫ হাজার কোটি টাকার গাইড বাণিজ্য ! নিরপরাধ আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের। মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার ঘোর বিরোধী দাপুটে তিন বুদ্ধিজীবী। ইয়াবাসহ সুমন নামে এক মাদক কারবারি ডিবির হাতে গ্রেফতার। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মাদারীপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। খুলনা গণপূর্তে দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য : উপসহকারী প্রকৌশলী মিজানুরের সাত বছরের অপ্রতিরোধ্য সিন্ডিকেট ! তিনিই স্বঘোষিত সম্রাট! শিক্ষার্থীদের মাঝে দেশ ফাউন্ডেশনের শিক্ষা প্রণোদনা বিতরণ। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১৫টি বিভাগে প্রথম স্থান অধিকার করে সবার শীর্ষে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ।

৬ কোটি টাকার অবৈধ সম্পদ: পাপিয়া দম্পতির ৪২ মাসের কারাদণ্ড

  • বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৮৭ জন সংবাদটি পড়েছেন
5

প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে ৪২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন। রায়ের সময় জামিনে থাকা পাপিয়া দম্পতি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ নিঃসন্দেহে প্রমাণ করতে সক্ষম হয়েছে। মামলায় অভিযোগকারীসহ মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

দুদকের মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২0 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে পাপিয়া ৩ কোটি ২৩ লাখ টাকার বেশি বিল নগদ পরিশোধ করেন। এছাড়া প্রায় ৪০ লাখ টাকার কেনাকাটা করেন, যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি। তদন্তে মোট ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়।

তাছাড়া ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত বাসাভাড়া বাবদ ৩০ লাখ টাকা, গাড়ির ব্যবসায় এক কোটি টাকা এবং নরসিংদীতে কেএমসি কার ওয়াশে ২০ লাখ টাকা বিনিয়োগ করেন পাপিয়া দম্পতি। এসব সম্পদেরও বৈধ উৎস প্রমাণ করতে পারেননি তারা।

বিশেষ প্রতিনিধি

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনের সতর্কবার্তা। সাবধান থাকার পরামর্শ।

৬ কোটি টাকার অবৈধ সম্পদ: পাপিয়া দম্পতির ৪২ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ১২:২০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
5

প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে ৪২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন। রায়ের সময় জামিনে থাকা পাপিয়া দম্পতি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ নিঃসন্দেহে প্রমাণ করতে সক্ষম হয়েছে। মামলায় অভিযোগকারীসহ মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

দুদকের মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২0 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে পাপিয়া ৩ কোটি ২৩ লাখ টাকার বেশি বিল নগদ পরিশোধ করেন। এছাড়া প্রায় ৪০ লাখ টাকার কেনাকাটা করেন, যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি। তদন্তে মোট ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়।

তাছাড়া ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত বাসাভাড়া বাবদ ৩০ লাখ টাকা, গাড়ির ব্যবসায় এক কোটি টাকা এবং নরসিংদীতে কেএমসি কার ওয়াশে ২০ লাখ টাকা বিনিয়োগ করেন পাপিয়া দম্পতি। এসব সম্পদেরও বৈধ উৎস প্রমাণ করতে পারেননি তারা।

বিশেষ প্রতিনিধি