আপডেট সময় :
০৬:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
১২২
জন সংবাদটি পড়েছেন
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে জেলার ৫৪টি ইউনিয়নের মোট ১১৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের পাঠদক্ষতা ও সংখ্যাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়। এছাড়া শিক্ষা উপকরণ ও প্রযুক্তির কার্যকর ব্যবহার, বিদ্যালয়ের অবকাঠামো, পরিবেশ ও শৃঙ্খলা উন্নয়ন এবং মূল্যায়ন ও ফলাফল নিরীক্ষণ পদ্ধতি উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসে। কর্মশালায় জানানো হয়, এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়গুলোকে মডেল স্কুলে পরিণত করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টা অব্যাহত থাকবে। লিমন আহম্মেদ
9
ঠাকুরগাঁওয়ে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে জেলার ৫৪টি ইউনিয়নের মোট ১১৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় শিক্ষার্থীদের পাঠদক্ষতা ও সংখ্যাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়। এছাড়া শিক্ষা উপকরণ ও প্রযুক্তির কার্যকর ব্যবহার, বিদ্যালয়ের অবকাঠামো, পরিবেশ ও শৃঙ্খলা উন্নয়ন এবং মূল্যায়ন ও ফলাফল নিরীক্ষণ পদ্ধতি উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসে।
কর্মশালায় জানানো হয়, এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়গুলোকে মডেল স্কুলে পরিণত করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টা অব্যাহত থাকবে।