নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা দায়ের করেছে। এছাড়া তাদের দুই সন্তান ইমতিনান ওসমান ও লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের অভিযোগ, শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন। এসব লেনদেন হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে করা হয়, যা দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।
উচ্চতর গ্রেড পাবেন ১৫ লাখ সরকারি চাকরিজীবীউচ্চতর গ্রেড পাবেন ১৫ লাখ সরকারি চাকরিজীবী
এদিকে, শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান স্বামীর সহায়তায় ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের সন্তান ইমতিনান ওসমান ও লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে, যার ভিত্তিতে দুদক সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে।