ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে যৌথ বাহিনী শীবগঞ্জ মধ্য পারপুগী এলাকার মনজুর রহমান ও ইউনুস আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় মনজুর রহমানের বাড়ি থেকে ৩৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে ইউনুস আলীর বাড়ি থেকে ৯১ পিস ইয়াবা, নগদ ৫৩ হাজার ৯৮০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশালিন তুরাগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনজুর রহমানের বিরুদ্ধে মামলা ও ইউনুস আলীকে ৬ মাসের কারাদণ্ড দেন।
যৌথ বাহিনীর সদস্যরা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লিমন আহম্মেদ