ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান “সায়েন্স ফিয়েস্টা”। শিক্ষার্থীরা এ আয়োজনে তাদের নিজস্ব উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করেন, যা শিক্ষক, অভিভাবক ও আগত অতিথিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানটি ঘুরে দেখেন দেশের জনপ্রিয় শিক্ষাবিদ আয়মান সাদিক। শিক্ষার্থীদের সৃজনশীল কাজ পরিদর্শন শেষে তিনি বলেন, “এই প্রজেক্টগুলোতে নতুন চিন্তা ও উদ্ভাবনের প্রতিফলন রয়েছে। এগুলো জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের মতো যোগ্য।”
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী কাজগুলোকে মূল্যায়ন ও উৎসাহিত করা হলে ভবিষ্যতে তারা দেশের বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
আয়োজনে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীর অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে তৈরি হয় প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশ।
লিমন আহম্মেদ