দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২ নং আলোকডিহি ইউনিয়ন ও ২ নং সাতনালা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় তারক সাহার হাট সংলগ্ন হেদলের ঘাটের বাঁশের সাঁকোটি বৃষ্টির কারণে ভেঙে পড়েছে। এতে দুই পাশের মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ শত শত মানুষ এই সাঁকো দিয়ে যাতায়াত করে থাকেন। তবে সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে সাঁকোটির বেশ কয়েকটি অংশ ভেঙে পড়ায় মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সাঁকো সংস্কার বা বিকল্প সেতু নির্মাণের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
আব্দুল হাকিম