ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-নেকরমদ সড়কের ফায়ার সার্ভিসের পাশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
সোমবার (রাত সাড়ে ১০টার দিকে) এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলামকে রংপুর নেওয়ার পথে তিনি মারা যান। নিহত শফিকুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া গ্রামের দারাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল ইসলাম তার দুই ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। অপরদিকে ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধ দেখে তিন যুবক মোটরসাইকেলযোগে ফিরছিলেন। এ সময় দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ছয়জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে শফিকুল ইসলামকে রংপুরে নেওয়ার পথে মৃত্যু হয়।
লিমন আহম্মেদ