ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী। নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর।

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭১ জন সংবাদটি পড়েছেন

বুধবার ১০ সেপ্টেম্বর,২০২৫ তারিখ সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে একটি বিক্ষোভমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অযৌক্তিক দাবি তুলেছে। তারা নবম গ্রেড থেকে দশম গ্রেডে নামতে চাইছে, যা সম্পূর্ণ হাস্যকর। ১০ম গ্রেড আমাদের অধিকার-এটা কখনোই আমরা কারও হাতে তুলে দেব না।

 

তারা আরও বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে। অথচ দেশের বড় বড় মেগা প্রজেক্টে এখনও বিদেশি ইঞ্জিনিয়ার নিয়োগ দিতে হচ্ছে। তাহলে তাদের প্রয়োজনীয়তা কোথা দেশের জন্য ভালো কিছু করতে পারেনা তারা শুধু অযথা দাবি তুলছে বলেও মন্তব্য করেন সকলে ।

 

বিক্ষোভমিছিল  যেসব কথা বলে স্লোগান করেছেন বলে জানা গেছে

১. বুয়েট রুয়েট বন্ধ কর,

অটো নিয়ে গর্ব কর

২. ১০ম দাবী পরে কর,

আগে কোটার সংজ্ঞা পর।

৩. ৯ম থাকতে ১০ম চাস

৯ম -এ কি ভয় পাস?

 

৪. র‍্যাংকিংয়ে নাই ভার্সিটি,

বাংলাদেশে জ্যাঠামি

 

৫. গবেষণার নাম নাই,

১০ম গ্রেডে চাকরি চাই।

 

৬. বুয়েট রুয়েট দরকার নাই

দশম গ্রেডে চাকরি চায়।

৭. কে বলে তুই মেধাবী,

৯ম -এ ক্যান ভয় পাবি।

৮. SSC পাশ ছোট ভাই,

ডিপ্লোমাতে চলে আয়।

৯. বুয়েট রুয়েট ১০ম চায়

ডিপ্লোমাতে চলে আয়।

১০. ডিপ্লোমা ইঞ্জিনিয়ার

দেশ গড়ার হাতিয়ার।

আরও অনেক কিছু বলে বিক্ষোভ মিছিল করেন সকলে। বিক্ষোভকারীরা সারাক্ষণ বার্তাকে বলেন, অবিলম্বে তাদের অযৌক্তিক দাবি থেকে সরে না আসলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী।

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ।

আপডেট সময় : ১২:১৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

বুধবার ১০ সেপ্টেম্বর,২০২৫ তারিখ সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে একটি বিক্ষোভমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অযৌক্তিক দাবি তুলেছে। তারা নবম গ্রেড থেকে দশম গ্রেডে নামতে চাইছে, যা সম্পূর্ণ হাস্যকর। ১০ম গ্রেড আমাদের অধিকার-এটা কখনোই আমরা কারও হাতে তুলে দেব না।

 

তারা আরও বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে। অথচ দেশের বড় বড় মেগা প্রজেক্টে এখনও বিদেশি ইঞ্জিনিয়ার নিয়োগ দিতে হচ্ছে। তাহলে তাদের প্রয়োজনীয়তা কোথা দেশের জন্য ভালো কিছু করতে পারেনা তারা শুধু অযথা দাবি তুলছে বলেও মন্তব্য করেন সকলে ।

 

বিক্ষোভমিছিল  যেসব কথা বলে স্লোগান করেছেন বলে জানা গেছে

১. বুয়েট রুয়েট বন্ধ কর,

অটো নিয়ে গর্ব কর

২. ১০ম দাবী পরে কর,

আগে কোটার সংজ্ঞা পর।

৩. ৯ম থাকতে ১০ম চাস

৯ম -এ কি ভয় পাস?

 

৪. র‍্যাংকিংয়ে নাই ভার্সিটি,

বাংলাদেশে জ্যাঠামি

 

৫. গবেষণার নাম নাই,

১০ম গ্রেডে চাকরি চাই।

 

৬. বুয়েট রুয়েট দরকার নাই

দশম গ্রেডে চাকরি চায়।

৭. কে বলে তুই মেধাবী,

৯ম -এ ক্যান ভয় পাবি।

৮. SSC পাশ ছোট ভাই,

ডিপ্লোমাতে চলে আয়।

৯. বুয়েট রুয়েট ১০ম চায়

ডিপ্লোমাতে চলে আয়।

১০. ডিপ্লোমা ইঞ্জিনিয়ার

দেশ গড়ার হাতিয়ার।

আরও অনেক কিছু বলে বিক্ষোভ মিছিল করেন সকলে। বিক্ষোভকারীরা সারাক্ষণ বার্তাকে বলেন, অবিলম্বে তাদের অযৌক্তিক দাবি থেকে সরে না আসলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।