মাগুরা শালিখা উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) সাধারণ কর্মসূচির আওতায় উপজেলাভিত্তিক ১ম ও ২য় কিস্তির গৃহিত শতখালী ইউনিয়নের প্রকল্প নম্বর ৪১ ধোপাখালী ঈদগাহের মাঠে মাটি ভরাটের বরাদ্দ ছিলো ২,০৫,৪৮২ টাকা অর্থ্যাৎ ২ লাখ ৫ হাজার ৪ শত ৮২ টাকা। আর একই অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) সাধারণ কর্মসূচির আওতায় উপজেলাভিত্তিক ১ম ও ২য় কিস্তির গৃহিত শতখালী ইউনিয়নের ৬৬ নম্বর প্রকল্পের ধোপাখালী জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে ব্যাপক আকারে কাজের অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শতখালী ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার সদস্য ছুরমান এর বিরুদ্ধে।
ধোপাখালী ঈদগাহে মাঠের মাটি ভরাট এর জন্য শাহাদাৎ হোসেন মোল্লার পুত্র সোহান মোল্লা দরখাস্ত করে শালিখা উপজেলা পরিষদের পিআইও অফিসে। রহিমের দোকানে বসে মেম্বার ছুরমান আলোচনা করে দরখাস্ত করে দিলে ঈদগাহের মাঠে ভরাট করার জন্য টাকা পাওয়া যেত। আর এই আলোচনা মতো কাবিটা প্রকল্পের ২ লাখ ৫ হাজার ৪৮২ টাকা তুলে পুরো টাকায় আত্মসাৎ করেছে ছুরমান মেম্বার। আর এই বিষয়ে ক্যাশিয়ার আবু বক্কার জানান, ঈদগাহে টাকা ছাড়াই কিছু মাটি দিয়েছিলো কায়েম শেখ নামে এক লোক। তিনি আরও জানান, ছুরমান মেম্বার ধোপাখালী ঈদগাহ ও মাদরাসার সভাপতি হওয়ায় সমস্ত টাকা সে তুলে আত্মসাৎ করেছে।
এদিকে ধোপাখালী জামে মসজিদের সভাপতি মোঃ হাশেম আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও ক্যাশিয়ার ফারুক হোসেন জানান, আমরা তিনজন মিলে ২ লাখ টাকা আড়পাড়া পিআইও অফিস থেকে তুলে ছিলাম। ১ লাখ টাকা ছুরমান মেম্বার নিয়েছে এবং বাকী ১ লাখ টাকা মসজিদ কমিটির ক্যাশিয়ার ফারুকের কাছে থেকে আওলাদ স্বরূপ ৫০ হাজার টাকা নিয়েছে ছুরমান মেম্বার।
এবিষয়ে সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, ২ লাখ টাকার বরাদ্দ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পেয়েছি কিন্তু ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে ছুরমান মেম্বার।
শালিখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হাসান জানান, মসজিদ, মাদরাসা ও ঈদগাহের বরাদ্দের সমস্ত টাকা কাজে ব্যয় করতে হয়। আর সম্পূর্ণ কাজ না করা হলে বিল দেওয়া হয়না কিন্তু শতখালী ইউনিয়নের ধোপাখালী ঈদগাহ মাঠে মাটি ভরাট ও মসজিদের কাজের উন্নয়ন কাজের পিআইসি ছিলেন মেম্বার ছুরমান। বিষয়টি আমি দেখছি এবং বর্তমানে আমি মহম্মদপুর উপজেলায় আছি এই বলে গড়িমসি কথাবার্তা বলেন।
এবিষয়ে পিআইও অফিসার রাশেদুল হাসান এখনও কোন ব্যবস্থা নেননি।
সারাক্ষণ ডেস্ক 

















