রাজৈর উপজেলায় অবস্থিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ যথাযথভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের ঐতিহাসিক খালিয়া রাজারাম মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশ দেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের জন্য এখানে এসেছি। সেই সঙ্গে রাজৈরের মধ্যে তিনটি এবং মাদারীপুর জেলার অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বর্তমান অবস্থা পরিদর্শন করেছি। এসব ঐতিহাসিক স্থাপনা যেন সঠিকভাবে সংরক্ষণ করা হয়, সে বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে দেখছি।”
তিনি আরও বলেন, “জেলা প্রশাসন এখানে সক্রিয় রয়েছে। জেলা প্রশাসক নিজে এসেছেন, স্থানীয় সরকার বিভাগের সচিবও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ প্রশাসনের সমন্বিত উদ্যোগে কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। এক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পরিদর্শনকালে উপদেষ্টা আরও জানান, সরকারের অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে এবং যেসব জায়গায় ঘাটতি রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ (এলজিআরডি) সচিব মাকসুদুল আলম, মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা আজরিন তন্বী, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তিনি বলেন,এসকল ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এগুলোর মাধ্যমে আমাদের অতীতের ঐতিহ্য ও বর্তমান সময়ের পরিবর্তিত সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে সমৃদ্ধ সংস্কৃতি তৈরি করা সম্ভব।
সারাক্ষণ ডেস্ক 






















