রাজধানীর মিটফোর্ডে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে যুবদল নেতার নৃশংসভাবে হ’ত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদ।
শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টায় বড় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল মোড়, লিলি মোড়, জেল রোড হয়ে সদর হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, “এই হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিচ্ছবি। একজন নিরীহ ব্যবসায়ীকে চাঁদার দাবিতে প্রকাশ্যে হত্যা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
গণমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, “একটি রাজনৈতিক দলের আনুগত্যের কারণে অনেক গণমাধ্যম এই জঘন্য হত্যাকাণ্ডকে এড়িয়ে গেছে। আমরা সাংবাদিকদের আহ্বান জানাই—সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন, দলীয় পক্ষপাত পরিহার করুন।”
জেলা সাধারণ সম্পাদক গোলাম আজম বলেন, “৫ আগস্টের গণচেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আবার রাজপথে ফিরবো। কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানে নামতে আমরা দ্বিধা করবো না।”
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন বিরল উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সদর উপজেলার সভাপতি শওকত আকবরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে দ্রুত বিচার ও জাতীয় পর্যায়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।