বিরল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুর ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) রাত অনুমান পৌনে ১টার দিকে বর্ষীয়ান মাদক ব্যবসায়ী মৃত জাবেদ আলী’র ছেলে নুর ইসলাম নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়, যেখানে তিনি পলাশবাড়ী ইউনিয়নের বেনিপুর গ্রামের বাসিন্দা।
বিরল থানা পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে মাদক মামলার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি থাকা নুর ইসলাম অবৈধ পথে বেড়াতেন। থানা পুলিশের বিশেষ টিম রাতের অমানিশা সময় এই অভিযান পরিচালনা করে এবং তাকে গ্রেপ্তার করে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক জানান,
“গ্রেফতার শেষে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা অনুযায়ী আদালতে সপর্দ করা হয়েছে। জেলহাজতে পাঠানো হয়েছে।”
ওসি মোঃ নাজমুল হক আরও বলেন,
“থানায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত থাকবে।”