দিনাজপুরের আশুরার বিলে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হক। অভিযানে সহযোগিতা করেন পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে একদল অসাধু চক্র সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারীসহ বিভিন্ন ধরনের জাল দিয়ে আশুরার বিলে মাছ শিকার করছিল। এসব জালের ফাঁস অনেক সূক্ষ্ম হওয়ায় পোনা মাছসহ নানা জলজ প্রাণী ধরা পড়ছিল। আগে একাধিকবার সতর্ক করার পরও তারা অবৈধভাবে মাছ ধরার কাজ চালিয়ে যাচ্ছিল।
এরই পরিপ্রেক্ষিতে আজ বিশেষ অভিযানে প্রায় ৫৫টি চায়না দুয়ারী জালসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে উপস্থিত সবার সামনে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, দেশীয় মাছের প্রজাতি রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।