দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হিলি সীমান্তবর্তী একটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফেন্সিডিল, ইয়াবা, ভারতীয় ইনজেকশনসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।
বিজিবি সদস্যরা নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।