আপডেট সময় :
০১:২০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
৮৬
জন সংবাদটি পড়েছেন
ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ (বুধবার) বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার ভুল্লী ও আউলিয়ারপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম। অভিযানে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় পুলিশ ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জব্দ করা জালগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। ইউএনও মো. খাইরুল ইসলাম জানান, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার মৎস্য সম্পদ ধ্বংসের পাশাপাশি জীববৈচিত্র্যের জন্যও ক্ষতিকর। মাছের বংশবিস্তার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। লিমন আহম্মেদ
3
ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ (বুধবার) বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার ভুল্লী ও আউলিয়ারপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম।
অভিযানে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় পুলিশ ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জব্দ করা জালগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।
ইউএনও মো. খাইরুল ইসলাম জানান, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার মৎস্য সম্পদ ধ্বংসের পাশাপাশি জীববৈচিত্র্যের জন্যও ক্ষতিকর। মাছের বংশবিস্তার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।