মাদারীপুর রাজৈর উপজেলায় প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার পাখুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাখুল্লার পরিমল বালার স্কুলপড়ুয়া মেয়ে হ্যাপী হালদারের সঙ্গে একই এলাকার রনজিত বালার নাতি ও সদর উপজেলার জালালপুরের বিপুল হালদারের ছেলে সত্যজিং হালদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ও কথা কাটাকাটি চলছিল।
এর জের ধরে সোমবার দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ ১২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” প্রেমঘটিত সংঘর্ষ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। সচেতন মহলের ধারণা,যুব সমাজকে প্রকৃত শিক্ষার আওতায় আনতে না পারলে এ ধরনের ন্যাক্কারজনক সামাজিক অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
সারাক্ষণ ডেস্ক 



















