দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্র ঘুঘুরাতলীর চিত্র বৃষ্টি নামলেই পাল্টে যায়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে যায় পানি, সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা। ফলে দুর্ভোগে পড়ছেন পথচারী থেকে শুরু করে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ।
স্থানীয়রা জানান, ঘুঘুরাতলী বাজার এলাকার রাস্তাগুলোর আশেপাশে কোনো সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে ড্রেন নির্মাণের দাবি জানালেও তা এখনো বাস্তবায়ন হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, স্কুল-কলেজে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত ভিজে কাপড়ে পৌঁছাতে হয় শ্রেণিকক্ষে। একই সমস্যায় পড়েন অফিসগামী কর্মজীবী মানুষ এবং বাজার করতে আসা সাধারণ ক্রেতারা।
স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, বৃষ্টি হলে দোকানের সামনে পানি জমে যায়, ক্রেতা আসতে চায় না। ব্যবসারও ক্ষতি হয়।
চিরিরবন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাড়ছে। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবি জানাচ্ছেন তারা।