দিনাজপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক। তার দক্ষ নেতৃত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কারণে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।
একইসঙ্গে দিনাজপুর জেলার ১৩টি থানার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে স্বীকৃতি পেয়েছে বিরামপুর থানা। থানার সার্বিক কার্যক্রম, অপরাধ দমন, জনসেবা, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখায় এ স্বীকৃতি দেওয়া হয়।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মমতাজুল হক জানান, “এই অর্জন বিরামপুর থানা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। আমি এই সম্মাননায় গর্বিত এবং ভবিষ্যতেও জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এ অর্জনের জন্য তাকে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের পক্ষ থেকেও এই স্বীকৃতিকে স্বাগত জানানো হয়েছে এবং আশা প্রকাশ করা হয়েছে যে, বিরামপুর থানা আগামীতেও একইভাবে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে।