ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর। বিসিআইসি: খাদ্য নিরাপত্তা ও শিল্পায়নের অগ্রগামী প্রতিষ্ঠান।

মাদক ব্যবসায় যুক্ত হতে অস্বীকৃতি, লালমনিরহাটে গৃহবধূকে মারধরের অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক ব্যবসায় যুক্ত হতে অস্বীকৃতি জানানোর জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ওই নারী, ইভা আক্তার, বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (১০ আগস্ট) দুপুরে সিঙ্গিমারি ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকার চৈতা পাড়ায়।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে পশ্চিম সিন্দুর্ণা গ্রামের কলিম উদ্দিনের মেয়ে ইভা আক্তারের বিয়ে হয় চৈতা পাড়ার শাজাহান আলীর ছেলে আমিনুর রহমানের সঙ্গে। বিয়ের পর থেকেই আমিনুরের ভগ্নিপতি মিরাজুল, যিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসায় জড়িত বলে পরিচিত, নবদম্পতিকে অবৈধ ব্যবসায় সহযোগিতা করার প্রস্তাব দেন। কিন্তু তারা রাজি না হওয়ায় পারিবারিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং ইভা প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।

অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন তুচ্ছ এক বিষয়কে কেন্দ্র করে মিরাজুল, আমিনুরের বোন নুরজাহানসহ কয়েকজন মিলে ইভাকে বেদম মারধর করেন। স্বামী আমিনুর প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা ইভাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ইভা আক্তার বাদী হয়ে মিরাজুলকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল নবী জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত! 

মাদক ব্যবসায় যুক্ত হতে অস্বীকৃতি, লালমনিরহাটে গৃহবধূকে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৬:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক ব্যবসায় যুক্ত হতে অস্বীকৃতি জানানোর জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ওই নারী, ইভা আক্তার, বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (১০ আগস্ট) দুপুরে সিঙ্গিমারি ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকার চৈতা পাড়ায়।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে পশ্চিম সিন্দুর্ণা গ্রামের কলিম উদ্দিনের মেয়ে ইভা আক্তারের বিয়ে হয় চৈতা পাড়ার শাজাহান আলীর ছেলে আমিনুর রহমানের সঙ্গে। বিয়ের পর থেকেই আমিনুরের ভগ্নিপতি মিরাজুল, যিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসায় জড়িত বলে পরিচিত, নবদম্পতিকে অবৈধ ব্যবসায় সহযোগিতা করার প্রস্তাব দেন। কিন্তু তারা রাজি না হওয়ায় পারিবারিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং ইভা প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।

অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন তুচ্ছ এক বিষয়কে কেন্দ্র করে মিরাজুল, আমিনুরের বোন নুরজাহানসহ কয়েকজন মিলে ইভাকে বেদম মারধর করেন। স্বামী আমিনুর প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা ইভাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ইভা আক্তার বাদী হয়ে মিরাজুলকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল নবী জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।