ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গোপন টেন্ডারে ৫০ লাখ টাকা আত্মসাৎ । পূর্ণ যৌবনা কুমার নদী এখন জৌলুস হারিয়ে মৃত প্রায় নদীতে রূপ নিয়েছে। মাদারীপুরে নবাগত পুলিশ সুপার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রকাশ্য দিবালোকে খুলনা আদালত চত্বরে গুলি করে দুইজনকে হত্যা। মাদারীপুরের রাজৈরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন। মাদারীপুরের রাজৈর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত। বাংলার কিংবদন্তি এক মহীয়সী নারী বেগম খালেদা জিয়া। টিকটকে প্রেম, ৬ বছরের শিশুকে রেখে পালালো মা। ভুয়া কাগজপত্র দেখিয়ে গাড়ীর ব্যবসায়ের নামে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা বেইস- টেকের মালিক নীলয়।

ইসরায়েলের আকাশসীমা ইরানের দখলে !

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ২২৪ জন সংবাদটি পড়েছেন

ইসরায়েলের আকাশসীমা এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির অভিজাত সামরিক শাখার কর্নেল ইমান তাজিক। মঙ্গলবার রাতে ইসরায়েলের উদ্দেশে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এ দাবি করেন।

কর্নেল তাজিক বলেন, “আজকের হামলা প্রমাণ করেছে— দখলদার বাহিনীর আকাশসীমা এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং সেই অঞ্চলের জনগণ ইরানের পাল্টা আক্রমণের মুখে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে।”

এর আগে, মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

১৩ জুন ভোরে ইসরায়েলের বিমান বাহিনী ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একটি অভিযানে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরের শতাধিক স্থাপনায় হামলা চালায়। সেই অভিযানে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু খাতের বিজ্ঞানীসহ প্রায় ৪৫০ জন নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এর জবাবে শুক্রবার থেকেই ইরানও শুরু করে পাল্টা হামলা। ‘অপারেশন ট্রু প্রমিজ’ নামের এই অভিযানে এখন পর্যন্ত ইসরায়েলে ৫০০-এর বেশি মানুষ হতাহত হয়েছেন বলে প্রতিবেদন এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

উল্লেখ্য, চলমান এই সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে এখনো কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ চোখে পড়েনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গোপন টেন্ডারে ৫০ লাখ টাকা আত্মসাৎ ।

ইসরায়েলের আকাশসীমা ইরানের দখলে !

আপডেট সময় : ১২:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

ইসরায়েলের আকাশসীমা এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির অভিজাত সামরিক শাখার কর্নেল ইমান তাজিক। মঙ্গলবার রাতে ইসরায়েলের উদ্দেশে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এ দাবি করেন।

কর্নেল তাজিক বলেন, “আজকের হামলা প্রমাণ করেছে— দখলদার বাহিনীর আকাশসীমা এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং সেই অঞ্চলের জনগণ ইরানের পাল্টা আক্রমণের মুখে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে।”

এর আগে, মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

১৩ জুন ভোরে ইসরায়েলের বিমান বাহিনী ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একটি অভিযানে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরের শতাধিক স্থাপনায় হামলা চালায়। সেই অভিযানে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু খাতের বিজ্ঞানীসহ প্রায় ৪৫০ জন নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এর জবাবে শুক্রবার থেকেই ইরানও শুরু করে পাল্টা হামলা। ‘অপারেশন ট্রু প্রমিজ’ নামের এই অভিযানে এখন পর্যন্ত ইসরায়েলে ৫০০-এর বেশি মানুষ হতাহত হয়েছেন বলে প্রতিবেদন এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

উল্লেখ্য, চলমান এই সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে এখনো কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ চোখে পড়েনি।