ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী। নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর।

ইসরায়েলের আকাশসীমা ইরানের দখলে !

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ২০৬ জন সংবাদটি পড়েছেন

ইসরায়েলের আকাশসীমা এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির অভিজাত সামরিক শাখার কর্নেল ইমান তাজিক। মঙ্গলবার রাতে ইসরায়েলের উদ্দেশে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এ দাবি করেন।

কর্নেল তাজিক বলেন, “আজকের হামলা প্রমাণ করেছে— দখলদার বাহিনীর আকাশসীমা এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং সেই অঞ্চলের জনগণ ইরানের পাল্টা আক্রমণের মুখে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে।”

এর আগে, মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

১৩ জুন ভোরে ইসরায়েলের বিমান বাহিনী ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একটি অভিযানে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরের শতাধিক স্থাপনায় হামলা চালায়। সেই অভিযানে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু খাতের বিজ্ঞানীসহ প্রায় ৪৫০ জন নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এর জবাবে শুক্রবার থেকেই ইরানও শুরু করে পাল্টা হামলা। ‘অপারেশন ট্রু প্রমিজ’ নামের এই অভিযানে এখন পর্যন্ত ইসরায়েলে ৫০০-এর বেশি মানুষ হতাহত হয়েছেন বলে প্রতিবেদন এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

উল্লেখ্য, চলমান এই সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে এখনো কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ চোখে পড়েনি।

Tag :
About Author Information

পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী।

ইসরায়েলের আকাশসীমা ইরানের দখলে !

আপডেট সময় : ১২:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

ইসরায়েলের আকাশসীমা এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির অভিজাত সামরিক শাখার কর্নেল ইমান তাজিক। মঙ্গলবার রাতে ইসরায়েলের উদ্দেশে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এ দাবি করেন।

কর্নেল তাজিক বলেন, “আজকের হামলা প্রমাণ করেছে— দখলদার বাহিনীর আকাশসীমা এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং সেই অঞ্চলের জনগণ ইরানের পাল্টা আক্রমণের মুখে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে।”

এর আগে, মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

১৩ জুন ভোরে ইসরায়েলের বিমান বাহিনী ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একটি অভিযানে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরের শতাধিক স্থাপনায় হামলা চালায়। সেই অভিযানে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু খাতের বিজ্ঞানীসহ প্রায় ৪৫০ জন নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এর জবাবে শুক্রবার থেকেই ইরানও শুরু করে পাল্টা হামলা। ‘অপারেশন ট্রু প্রমিজ’ নামের এই অভিযানে এখন পর্যন্ত ইসরায়েলে ৫০০-এর বেশি মানুষ হতাহত হয়েছেন বলে প্রতিবেদন এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

উল্লেখ্য, চলমান এই সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে এখনো কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ চোখে পড়েনি।