শেরপুরের ঝিনাইগাতীতে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জায়গা উদ্ধার করেছে প্রশাসন। রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার ১ নং কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাশেলসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।
অভিযানকালে স্থানীয় আমির আলীর দখলে থাকা প্রায় ৩৬ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জায়গাটি কাংশা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।