রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আলো*চিত গৃহবধূ হ*ত্যা*কাণ্ডের ক্লুলেস আসামী সাগর শেখ (২০)-কে গ্রেফ-তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। রবিবার (৩১ আগস্ট ২০২৫) ভোর সাড়ে চারটার দিকে ফরিদপুরের সিপিসি-৩ এর আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে গোয়ালন্দঘাট থানাধীন চরচাঁদপুর এলাকা থেকে তাকে আ*টক করে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার বাদী মোঃ ছালাম সরদার (৬১) তার পুত্রবধূর (মৃত) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাম*লা দা-য়ের করেছিলেন। নিহত গৃহবধূর স্বামী প্রবাসে থাকায় তিনি রাজবাড়ীর চর বালিয়াকান্দি এলাকার একটি বাড়িতে একাই বসবাস করতেন।
ঘটনার বিবরণে বলা হয়, গত ৯ আগস্ট রাত ৯টা ৩০ মিনিট থেকে ১০ আগস্ট সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাত আসামীরা ওই গৃহবধূকে শ্বা/সরো/ধে হ-ত্যা করে। এরপর ঘরে থাকা একটি বাটন মোবাইল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি ট্যাব লুট করে নিয়ে যায়। পরদিন সকালে প্রতিবেশী মৃ–তদেহ খাটে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়।
এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মামলা নং-১৬, তারিখ ১০/০৮/২০২৫, ধারা ৩০২/৩৮০/৩৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী মামলা রুজু হয়। পরবর্তীতে র্যাব-১০ এর গোয়েন্দা ও প্রযুক্তিগত তৎপরতায় আসামী সাগর শেখ (২০), পিতা-মান্নান শেখ, সাং-চর খানখানাপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী-কে গ্রেফ*তার করা হয়।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
র্যাব আরও জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও অপরাধীদের বি*রু*দ্ধে এমন কার্যক্রম চালিয়ে যাবে।