ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নির্বাচন কমিশনের সতর্কবার্তা। সাবধান থাকার পরামর্শ। স্বৈরাচারের দোসরেরা ভোট বানচালের চেষ্টা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: প্রধান উপদেষ্টা প্রতি বছর বিলম্বে পাঠ্যবই ছাপার নেপথ্যে  ৫ হাজার কোটি টাকার গাইড বাণিজ্য ! নিরপরাধ আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের। মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার ঘোর বিরোধী দাপুটে তিন বুদ্ধিজীবী। ইয়াবাসহ সুমন নামে এক মাদক কারবারি ডিবির হাতে গ্রেফতার। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মাদারীপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। খুলনা গণপূর্তে দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য : উপসহকারী প্রকৌশলী মিজানুরের সাত বছরের অপ্রতিরোধ্য সিন্ডিকেট ! তিনিই স্বঘোষিত সম্রাট! শিক্ষার্থীদের মাঝে দেশ ফাউন্ডেশনের শিক্ষা প্রণোদনা বিতরণ। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১৫টি বিভাগে প্রথম স্থান অধিকার করে সবার শীর্ষে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ।

নির্বাহী প্রকৌশলী আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার না করলে নিশ্চিহ্ন করার হুমকি ! তীব্র ক্ষোভ ও নিন্দা।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১০২ জন সংবাদটি পড়েছেন
8

 

 

সুনামগঞ্জে এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর)-এর নির্বাহী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন-এর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, টেন্ডার বাণিজ্য, ঘুষ লেনদেন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা অভিযোগ প্রত্যাহার না করায় এক ব্যক্তিকে সুরমা নদীতে ফেলে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এই ঘটনায় ভুক্তভোগী শহরের পূর্ব তেঘরিয়া এলাকার বাসিন্দা মো: মোছাদ্দেক আলী গত ৩১ আগস্ট ২০২৫ তারিখে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ)-এর নিকট একটি অভিযোগ দায়ের করেন, যার অনুলিপি দুর্নীতি দমন কমিশন (দুদক), সিলেট বিভাগসহ বিভিন্ন ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে মোছাদ্দেক আলী উল্লেখ করেন যে, নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন যোগদানের পর থেকেই ঘুষ, দুর্নীতি ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে অস্বাভাবিক অর্থ উপার্জন করছেন এবং তাঁর ও তাঁর অধীনস্থ কর্মচারীদের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মোছাদ্দেক আলী জানান, দুর্নীতির বিষয়ে তিনি পূর্বে দুদকে অভিযোগ করেছিলেন। সেই সূত্রে গত ৩ সেপ্টেম্বর (বুধবার) নির্বাহী প্রকৌশলী তাঁকে অফিসে ডেকে পাঠান। সেখানে অভিযোগ প্রত্যাহার না করলে তাঁকে পিটিয়ে পুলিশে দেওয়া হবে এবং সরাসরি সুরমা নদীতে ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

মো: মোছাদ্দেক আলী স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি বিজ্ঞ আদালতে জেলা লিগ্যাল এইড অফিসারের নিকট এই অভিযোগ দায়ের করেন।

তবে, মামলার আদেশের (স্মারক নং- ৩৫২/২০২৫) সূত্রে জানা যায়, অভিযোগকারী মো: মোছাদ্দেক আলী-কে তাঁর অভিযোগের বিপরীতে একটি নতুন মামলা দায়ের করার পরামর্শ দিয়ে নথির কার্যক্রম নিষ্পত্তি করা হয়েছে।

১৬/০৯/২০২৫ তারিখের আদেশে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) উল্লেখ করেন, “উপস্থিত অভিযোগকারীর সাথে আলোচনা হয়। অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন-এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় প্রতীয়মান হয় যে তিনি মিমাংসার মাধ্যমে বিরোধীয় বিষয়টি নিষ্পত্তি করতে সম্মত নন।”

অতএব, “এমতাবস্থায়, দরখাস্তকারীকে বিরোধী বিষয়ে মামলা দায়েরের পরামর্শ প্রদানে নথির কার্যক্রম নিষ্পত্তি করা হলো।”

অভিযোগ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি সারাক্ষণ বার্তাকে জানান “সে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে বলে আমি ডেকে জিজ্ঞেস করেছি কেন অভিযোগ করেছে। আমি শুধু ধমক দিয়েছি, ভয়ভীতি বা অন্য কিছু করিনি।”

অন্যদিকে, অভিযোগকারী মোছাদ্দেক আলী জানান, “ইঞ্জিনিয়ার স্যার আমাকে বলেন, দেশে এত মানুষ থাকতে তুমি কেনো দুর্নীতি দমন করতে আসছো? তোমার এত বড় সাহস কে দিয়েছে? এই বলে স্যার আমাকে হুমকি-ধমকি দেন।”

বাদী মোছাদ্দেক আলী নির্বাহী প্রকৌশলী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন, যাতে এলজিইডি অফিসে চলমান দুর্নীতি ও অনিয়ম বন্ধ হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনের সতর্কবার্তা। সাবধান থাকার পরামর্শ।

নির্বাহী প্রকৌশলী আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার না করলে নিশ্চিহ্ন করার হুমকি ! তীব্র ক্ষোভ ও নিন্দা।

আপডেট সময় : ০৮:১৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
8

 

 

সুনামগঞ্জে এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর)-এর নির্বাহী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন-এর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, টেন্ডার বাণিজ্য, ঘুষ লেনদেন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা অভিযোগ প্রত্যাহার না করায় এক ব্যক্তিকে সুরমা নদীতে ফেলে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এই ঘটনায় ভুক্তভোগী শহরের পূর্ব তেঘরিয়া এলাকার বাসিন্দা মো: মোছাদ্দেক আলী গত ৩১ আগস্ট ২০২৫ তারিখে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ)-এর নিকট একটি অভিযোগ দায়ের করেন, যার অনুলিপি দুর্নীতি দমন কমিশন (দুদক), সিলেট বিভাগসহ বিভিন্ন ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে মোছাদ্দেক আলী উল্লেখ করেন যে, নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন যোগদানের পর থেকেই ঘুষ, দুর্নীতি ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে অস্বাভাবিক অর্থ উপার্জন করছেন এবং তাঁর ও তাঁর অধীনস্থ কর্মচারীদের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মোছাদ্দেক আলী জানান, দুর্নীতির বিষয়ে তিনি পূর্বে দুদকে অভিযোগ করেছিলেন। সেই সূত্রে গত ৩ সেপ্টেম্বর (বুধবার) নির্বাহী প্রকৌশলী তাঁকে অফিসে ডেকে পাঠান। সেখানে অভিযোগ প্রত্যাহার না করলে তাঁকে পিটিয়ে পুলিশে দেওয়া হবে এবং সরাসরি সুরমা নদীতে ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

মো: মোছাদ্দেক আলী স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি বিজ্ঞ আদালতে জেলা লিগ্যাল এইড অফিসারের নিকট এই অভিযোগ দায়ের করেন।

তবে, মামলার আদেশের (স্মারক নং- ৩৫২/২০২৫) সূত্রে জানা যায়, অভিযোগকারী মো: মোছাদ্দেক আলী-কে তাঁর অভিযোগের বিপরীতে একটি নতুন মামলা দায়ের করার পরামর্শ দিয়ে নথির কার্যক্রম নিষ্পত্তি করা হয়েছে।

১৬/০৯/২০২৫ তারিখের আদেশে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) উল্লেখ করেন, “উপস্থিত অভিযোগকারীর সাথে আলোচনা হয়। অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন-এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় প্রতীয়মান হয় যে তিনি মিমাংসার মাধ্যমে বিরোধীয় বিষয়টি নিষ্পত্তি করতে সম্মত নন।”

অতএব, “এমতাবস্থায়, দরখাস্তকারীকে বিরোধী বিষয়ে মামলা দায়েরের পরামর্শ প্রদানে নথির কার্যক্রম নিষ্পত্তি করা হলো।”

অভিযোগ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি সারাক্ষণ বার্তাকে জানান “সে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে বলে আমি ডেকে জিজ্ঞেস করেছি কেন অভিযোগ করেছে। আমি শুধু ধমক দিয়েছি, ভয়ভীতি বা অন্য কিছু করিনি।”

অন্যদিকে, অভিযোগকারী মোছাদ্দেক আলী জানান, “ইঞ্জিনিয়ার স্যার আমাকে বলেন, দেশে এত মানুষ থাকতে তুমি কেনো দুর্নীতি দমন করতে আসছো? তোমার এত বড় সাহস কে দিয়েছে? এই বলে স্যার আমাকে হুমকি-ধমকি দেন।”

বাদী মোছাদ্দেক আলী নির্বাহী প্রকৌশলী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন, যাতে এলজিইডি অফিসে চলমান দুর্নীতি ও অনিয়ম বন্ধ হয়।