রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চলতি মৌসুমে শীতকালীন ফসল আবাদে নেমেছেন কৃষকরা। কিন্তু ঠিক এ সময়ে তীব্র সার সংকটে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। বিশেষ করে ডিএপি সার পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। ফলে জমি প্রস্তুত ও চারা রোপণে সমস্যার মুখে পড়েছেন কৃষকরা।
স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, সরকারি নির্ধারিত ডিলারদের কাছ থেকে সহজে সার পাওয়া যাচ্ছে না। অনেক সময় ডিলাররা সীমিত পরিমাণ সার দিচ্ছেন, আবার কেউ কেউ খোলাবাজারে বেশি দামে বিক্রি করছেন। এতে কৃষকদের অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, উজানচর, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকরা জানান, সময়মতো সার না পেলে উৎপাদন ব্যাহত হবে। এতে যেমন ফসলের ফলন কমে যাবে, তেমনি লোকসানের শঙ্কায় পড়বেন তারা।
একজন কৃষক বলেন, “চারা রোপণ করেছি, কিন্তু জমিতে সার না দিতে পারলে ফলন হুমকির মুখে পড়বে। বাজারে গেলেই দাম চড়া, অথচ সরকারি গুদামে নাকি পর্যাপ্ত সার মজুত আছে। কিন্তু আমাদের হাতে ঠিকমতো পৌঁছাচ্ছে না।”
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সরকার কৃষকদের জন্য যথেষ্ট সার সরবরাহ করছে। তবে পরিবহন ও ডিলারশিপ পর্যায়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। খুব দ্রুতই সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
মোঃ মাসুদ মন্ডল 

















