মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেত্রী জনাবা হেলেন জেরিন খান বলেছেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার নিশ্চিত করা হবে।”
শুক্রবার (১০ অক্টোবর) তিনি মাদারীপুর ও রাজৈর উপজেলার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে হেঁটে ব্যাপক জনসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপি’র ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
হেলেন জেরিন খান বলেন,আমরা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবো। জনগণ জানুক— এই দফাগুলোর বাস্তবায়নই দেশের মুক্তি ও উন্নতির পথ।জনসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, হেলেন জেরিন খানের নেতৃত্বে এলাকায় পুনরায় দলীয় কার্যক্রম গতিশীল হয়েছে এবং জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার ঘটেছে। আগামী নির্বাচনে পরিশ্রমী,সৎ, নির্ভীক ও জনবান্ধব নেতৃত্বকেই মাদারীপুরবাসী তাদের প্রতিনিধি নির্বাচনে অগ্রাধিকার দিবেন।
সারাক্ষণ ডেস্ক 

















