ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিকালস লিমিটেডের পরিচালক ও সাংবাদিক সুভাষ সিংহ রায় এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য খ. মমতা হেনা লাভলীসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেয়।
দুদকের পক্ষে সংস্থাটির পৃথক ছয়টি আবেদনে তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা।
নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন, লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুর রহমান খান ও তার স্ত্রী হাবিবুর রহমান খান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি মো. শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন ও তার স্ত্রী জহুরা আহম্মদ শুভ ও মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আবু সাঈদ মো. মাসুদ।
দুদক থেকে জানা গেছে, নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে অভিযোগ তদন্তাধীন। তারা যেকোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।
সারাক্ষণ ডেস্ক 













