মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদার কান্দি খালপাড় গ্রামে আজ সোমবার সকালে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মজুমদার কান্দি খালপাড় নিবাসী সোবাহান বেপারীর ছেলে তৌহিদ বেপারীর স্ত্রী মাহফুজা বেগম (৩৫)। সরেজমিনে গিয়ে দেখা যায় মাহফুজা বেগমের মরদেহ আম গাছের সাথে গলায় ওড়না প্যাচানো হাটুগাড়া অবস্থায় আনুমানিক ৩/৪ ফুট উপরে চিকন একটি গাছের সাথে ওড়না বাধা ছিলো।
মাহফুজা বেগমের বাবার বাড়ির ও শ্বশুর বাড়ীর লোকজনের থেকে শোনা যায় বিয়ের পর থেকেই স্বামী -স্ত্রীর মধ্যে প্রতিদিন টুকিটাকি ঝগড়া লেগেই থাকতো।
মাহফুজার পরিবারের লোকজন থেকে জানা যায় বিয়ের সময় মাহফুজা বেগমের বাবা জমি বিক্রি করে মেয়ে জামাই তৌহিদকে কিছু টাকাও দিয়েছিলএবং মাফুজার ভাই মাঝে মধ্যে বোন জামাইকে টাকা পয়সা দিয়ে চালিয়ে রাখতো।
তৌহিদের বাড়ির লোকজনের থেকে জানা যায় রবিবার রাত আনুমানিক ১০/১১টার সময় স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায় মাহফুজা ঘর থেকে বেড়িয়ে যায়। মাহফুজার স্বামী অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মাহফুজার বাবার বাড়ি খুঁজতে যায় সেখানেও না পেয়ে বলে আসে আজ ওকে পেলে মেরেই ফেলবো। আর ফজর নামাজের পরে মাহফুজার লাশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
মাহফুজার বাবার বাড়ির লোকজন এসে পুলিশকে সংবাদ দিয়ে এনে লাশ উদ্ধার করে এ সময় শ্বশুর শাশুড়ি স্বামী কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।
রাজৈর থানা অফিসার ইনচার্জ মাসুদ খানের কাছে মৃত্যু সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি সরেজমিনে গিয়েছিলাম, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট পাওয়ার পরে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
সারাক্ষণ ডেস্ক 













