ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারের দোসরেরা ভোট বানচালের চেষ্টা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: প্রধান উপদেষ্টা প্রতি বছর বিলম্বে পাঠ্যবই ছাপার নেপথ্যে  ৫ হাজার কোটি টাকার গাইড বাণিজ্য ! নিরপরাধ আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের। মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার ঘোর বিরোধী দাপুটে তিন বুদ্ধিজীবী। ইয়াবাসহ সুমন নামে এক মাদক কারবারি ডিবির হাতে গ্রেফতার। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মাদারীপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। খুলনা গণপূর্তে দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য : উপসহকারী প্রকৌশলী মিজানুরের সাত বছরের অপ্রতিরোধ্য সিন্ডিকেট ! তিনিই স্বঘোষিত সম্রাট! শিক্ষার্থীদের মাঝে দেশ ফাউন্ডেশনের শিক্ষা প্রণোদনা বিতরণ। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১৫টি বিভাগে প্রথম স্থান অধিকার করে সবার শীর্ষে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ। মহামানব গণেশ পাগল সেবাশ্রম কমিটির আগামীদিনের কর্ম পরিকল্পনা ঘোষণা।

জাহাঙ্গীরের ক্ষমতার উৎস কোথায়? দাপুটে জাহাঙ্গীর এখনো বহাল তবিয়তে গণপূর্তে ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছে।

  • রোস্তম মল্লিক
  • আপডেট সময় : ০২:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৮৬ জন সংবাদটি পড়েছেন
8

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সরাসরি ষষ্ঠ গ্রেডে নিয়োগের মতো তুঘলকি কান্ড ঘটেছে গণপূর্ত অধিদপ্তরে | শুধু তাই নয় , বরং বেআইনিভাবে এসব ব্লক পোস্টে নিয়োগপ্রাপ্তরা পেয়েছেন পদোন্নতিও | আর এ সকল ভাগ্যবান কয়েকজন প্রকৌশলী হলেন সমীরণ মিস্ত্রি , জাহাঙ্গীর আলম , জিয়াউর রহমান , মোঃ আবু তালেব, নাফিজ প্রমুখ |

 

জানা যায় , ২০১২ সালে গোপালগঞ্জের শেখ পরিবারের আশীর্বাদপুষ্ট সমীরণ মিস্ত্রি , জাহাঙ্গীরসহ কয়েকজন প্রকৌশলী শেখ হাসিনার ঘনিষ্ঠ হবার সুবাদে সরকারি চাকরিতে বিসিএস পরীক্ষা বাইপাস করে উচ্চতর পদে নিয়োগ পান | বিসিএসের মাধ্যমে একজন কর্মকর্তা নবম গ্রেডে নিয়োগ পেলেও এসব ভাগ্যবান প্রকৌশলী শেখ হাসিনার আশীর্বাদে সরাসরি ষষ্ট গ্রেডে নিয়োগ পেয়েছেন |

 

এ নিয়োগের ক্ষেত্রে বিসিএসের মতো কোনো প্রিলি কিংবা লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়নি | বরং পিএসসি বাধ্য হয়ে শুধুমাত্র ভাইবার মাধ্যমে এ সকল প্রকৌশলীর নাম সুপারিশ করে | বিজ্ঞজনের প্রশ্ন , কি এমন হলো যে কোন লিখিত ও প্রিলি ছাড়াই পিএসসিকে শুধুমাত্র ভাইবার মাধ্যমে কর্মকর্তা সুপারিশ করতে হয়েছে ?

 

এ নিয়োগকে চ্যালেঞ্জ করে গণপূর্তের বিসিএস কর্মকর্তাবৃন্দ হাইকোর্টে একটি রিট পিটিশন করলে দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট বাধ্য হয়ে নিয়োগের রায় প্রদান করেন এবং বাদী কর্মকর্তাদের পদসমূহ সংরক্ষণের আদেশ দেন |

এমনকি আদালতের এই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ সকল কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে এবং পদ সংরক্ষণকারী কর্মকর্তাদের উপরে তাদের জেষ্ঠ্যতা প্রদান করা হয়েছে |

 

চাকরিবিধি অনুযায়ী উচ্চতর পদে (নবম গ্রেডের উপর কোন পদে ) সরাসরি নিয়োগ হলে তাদের কোন পদোন্নতির বিধি নেই | তাদের পদোন্নতি দিতে হলে নতুন করে তাদের জন্য বিধি তৈরী করতে হবে | অর্থাৎ , উচ্চতর কোন পদে সরাসরি নিয়োগ হলে সেটি মূলত ব্লক পদ হিসেবে বিবেচিত হয় | কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় কোন নিয়মনীতির তোয়াক্কা না করে তাদেরকে পঞ্চম গ্রেডে পদোন্নতি দেয়া হয়েছে |

 

এদিকে এভাবে নিয়োগপ্রাপ্ত মোঃ জাহাঙ্গীর আলম বিআইডাব্লিউটিএ তে সহকারী প্রকৌশলী হিসেবে ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত চাকরি করেছেন | অথচ , গণপূর্ত অধিদপ্তরে ২০১৬ সালে বাস্তবে যোগদান করলেও ব্যাক ডেট দিয়ে ২০১২ সালে যোগদান দেখিয়েছেন যা আদালত অবমাননার শামিল | তারা যে সময়ে চাকরিতে যোগদান করেছেন সে সময়ে আদালতকর্তৃক নিয়োগের বিষয়ে স্থগিতাদেশ ছিল | এই ব্যাকডেটে যোগদান করে একদিকে আদালত অবমাননা করেছেন ,অন্যদিকে মোঃ জাহাঙ্গীর আলম গণপূর্ত থেকে চার বছরের এককালীন বকেয়া টাকা উত্তোলন করে নিয়েছেন | ফলে রাষ্ট্রের টাকা তিনি দুই সরকারি প্রতিষ্ঠান থেকে একই সময়ে বেতন হিসেবে উত্তোলন করেছেন যা একটি চরম দুর্নীতির প্রকৃষ্ট উদাহরণ |

 

আদালত অবমাননা করে স্থগিতাদেশের মধ্যে যোগদান করে বাস্তবে চাকরি না করে বকেয়া বেতন হিসেবে অর্থ উত্তোলন রাষ্ট্রের ফ্যাসিবাদের একটি চরম দৃষ্টান্ত |

 

ফ্যাসিস্ট সরকার পতনের পর এসকল কর্মকর্তাদের পদোন্নতি ও নিয়োগের বিরুদ্ধে গণপূর্তের বিসিএস কর্মকর্তাবৃন্দ মহামান্য হাইকোর্টে মামলা করেছেন | মামলাটির শুনানি নভেম্বর মাসের প্রথমার্ধে | এ সকল দুর্নীতির বিষয়ে শেখ হাসিনা , সাবেক গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার , আইইবির সাবেক প্রেসিডেন্ট ও গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া , রফিকুল ইসলাম ও শাহাদাত হোসেনসহ নিয়োগকৃত কর্মকর্তাদের বিরুদ্ধে দুদককে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞজনেরা মত প্রকাশ করেছেন | তারা যে অর্থ সরকারি কোষাগার থেকে চাকরি না করেই নিয়েছেন তা তাদের কাছ থেকে উদ্ধার করে সরকারি কোষাগারে জমাদান করার জন্য বিশিষ্ট ব্যক্তিগণ মত দিয়েছেন | এছাড়াও তাদের পদোন্নতি কিভাবে হলো তা খতিয়ে দেখার জন্য তদন্ত করতে দুদকের প্রতি তারা উম্মুক্ত আহ্বান জানিয়েছেন |

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচারের দোসরেরা ভোট বানচালের চেষ্টা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: প্রধান উপদেষ্টা

জাহাঙ্গীরের ক্ষমতার উৎস কোথায়? দাপুটে জাহাঙ্গীর এখনো বহাল তবিয়তে গণপূর্তে ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছে।

আপডেট সময় : ০২:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
8

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সরাসরি ষষ্ঠ গ্রেডে নিয়োগের মতো তুঘলকি কান্ড ঘটেছে গণপূর্ত অধিদপ্তরে | শুধু তাই নয় , বরং বেআইনিভাবে এসব ব্লক পোস্টে নিয়োগপ্রাপ্তরা পেয়েছেন পদোন্নতিও | আর এ সকল ভাগ্যবান কয়েকজন প্রকৌশলী হলেন সমীরণ মিস্ত্রি , জাহাঙ্গীর আলম , জিয়াউর রহমান , মোঃ আবু তালেব, নাফিজ প্রমুখ |

 

জানা যায় , ২০১২ সালে গোপালগঞ্জের শেখ পরিবারের আশীর্বাদপুষ্ট সমীরণ মিস্ত্রি , জাহাঙ্গীরসহ কয়েকজন প্রকৌশলী শেখ হাসিনার ঘনিষ্ঠ হবার সুবাদে সরকারি চাকরিতে বিসিএস পরীক্ষা বাইপাস করে উচ্চতর পদে নিয়োগ পান | বিসিএসের মাধ্যমে একজন কর্মকর্তা নবম গ্রেডে নিয়োগ পেলেও এসব ভাগ্যবান প্রকৌশলী শেখ হাসিনার আশীর্বাদে সরাসরি ষষ্ট গ্রেডে নিয়োগ পেয়েছেন |

 

এ নিয়োগের ক্ষেত্রে বিসিএসের মতো কোনো প্রিলি কিংবা লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়নি | বরং পিএসসি বাধ্য হয়ে শুধুমাত্র ভাইবার মাধ্যমে এ সকল প্রকৌশলীর নাম সুপারিশ করে | বিজ্ঞজনের প্রশ্ন , কি এমন হলো যে কোন লিখিত ও প্রিলি ছাড়াই পিএসসিকে শুধুমাত্র ভাইবার মাধ্যমে কর্মকর্তা সুপারিশ করতে হয়েছে ?

 

এ নিয়োগকে চ্যালেঞ্জ করে গণপূর্তের বিসিএস কর্মকর্তাবৃন্দ হাইকোর্টে একটি রিট পিটিশন করলে দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট বাধ্য হয়ে নিয়োগের রায় প্রদান করেন এবং বাদী কর্মকর্তাদের পদসমূহ সংরক্ষণের আদেশ দেন |

এমনকি আদালতের এই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ সকল কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে এবং পদ সংরক্ষণকারী কর্মকর্তাদের উপরে তাদের জেষ্ঠ্যতা প্রদান করা হয়েছে |

 

চাকরিবিধি অনুযায়ী উচ্চতর পদে (নবম গ্রেডের উপর কোন পদে ) সরাসরি নিয়োগ হলে তাদের কোন পদোন্নতির বিধি নেই | তাদের পদোন্নতি দিতে হলে নতুন করে তাদের জন্য বিধি তৈরী করতে হবে | অর্থাৎ , উচ্চতর কোন পদে সরাসরি নিয়োগ হলে সেটি মূলত ব্লক পদ হিসেবে বিবেচিত হয় | কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় কোন নিয়মনীতির তোয়াক্কা না করে তাদেরকে পঞ্চম গ্রেডে পদোন্নতি দেয়া হয়েছে |

 

এদিকে এভাবে নিয়োগপ্রাপ্ত মোঃ জাহাঙ্গীর আলম বিআইডাব্লিউটিএ তে সহকারী প্রকৌশলী হিসেবে ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত চাকরি করেছেন | অথচ , গণপূর্ত অধিদপ্তরে ২০১৬ সালে বাস্তবে যোগদান করলেও ব্যাক ডেট দিয়ে ২০১২ সালে যোগদান দেখিয়েছেন যা আদালত অবমাননার শামিল | তারা যে সময়ে চাকরিতে যোগদান করেছেন সে সময়ে আদালতকর্তৃক নিয়োগের বিষয়ে স্থগিতাদেশ ছিল | এই ব্যাকডেটে যোগদান করে একদিকে আদালত অবমাননা করেছেন ,অন্যদিকে মোঃ জাহাঙ্গীর আলম গণপূর্ত থেকে চার বছরের এককালীন বকেয়া টাকা উত্তোলন করে নিয়েছেন | ফলে রাষ্ট্রের টাকা তিনি দুই সরকারি প্রতিষ্ঠান থেকে একই সময়ে বেতন হিসেবে উত্তোলন করেছেন যা একটি চরম দুর্নীতির প্রকৃষ্ট উদাহরণ |

 

আদালত অবমাননা করে স্থগিতাদেশের মধ্যে যোগদান করে বাস্তবে চাকরি না করে বকেয়া বেতন হিসেবে অর্থ উত্তোলন রাষ্ট্রের ফ্যাসিবাদের একটি চরম দৃষ্টান্ত |

 

ফ্যাসিস্ট সরকার পতনের পর এসকল কর্মকর্তাদের পদোন্নতি ও নিয়োগের বিরুদ্ধে গণপূর্তের বিসিএস কর্মকর্তাবৃন্দ মহামান্য হাইকোর্টে মামলা করেছেন | মামলাটির শুনানি নভেম্বর মাসের প্রথমার্ধে | এ সকল দুর্নীতির বিষয়ে শেখ হাসিনা , সাবেক গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার , আইইবির সাবেক প্রেসিডেন্ট ও গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া , রফিকুল ইসলাম ও শাহাদাত হোসেনসহ নিয়োগকৃত কর্মকর্তাদের বিরুদ্ধে দুদককে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞজনেরা মত প্রকাশ করেছেন | তারা যে অর্থ সরকারি কোষাগার থেকে চাকরি না করেই নিয়েছেন তা তাদের কাছ থেকে উদ্ধার করে সরকারি কোষাগারে জমাদান করার জন্য বিশিষ্ট ব্যক্তিগণ মত দিয়েছেন | এছাড়াও তাদের পদোন্নতি কিভাবে হলো তা খতিয়ে দেখার জন্য তদন্ত করতে দুদকের প্রতি তারা উম্মুক্ত আহ্বান জানিয়েছেন |