ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী। নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর।

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চোর চক্রের একজন সক্রিয় সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তারাইল বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত রায়হান শেখ (৩০)টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামের বাবুল শেখের ছেলে, তার হেফাজত থেকেই উদ্ধার করা হয় চুরি যাওয়া মোটরসাইকেলটি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, পাটগাতী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. বুলবুল শেখ তার ব্যবহৃত মোটরসাইকেলটি গত বৃহস্পতিবার রাতে বাসার সিঁড়ির নিচে তালাবদ্ধ অবস্থায় রেখে ঘুমাতে যান। পরদিন ভোরে তার বড় ভাই নজরুল ইসলাম টিটু ফজরের নামাজের সময় দেখতে পান, তালা ভেঙে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ভুক্তভোগী বুলবুল শেখ টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে টুঙ্গিপাড়া থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রায়হান শেখকে শনাক্ত করে অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান শেখ স্বীকার করেন, তিনি একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছে এবং সেগুলো নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করত।
এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী।

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ১

আপডেট সময় : ১২:১৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চোর চক্রের একজন সক্রিয় সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তারাইল বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত রায়হান শেখ (৩০)টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামের বাবুল শেখের ছেলে, তার হেফাজত থেকেই উদ্ধার করা হয় চুরি যাওয়া মোটরসাইকেলটি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, পাটগাতী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. বুলবুল শেখ তার ব্যবহৃত মোটরসাইকেলটি গত বৃহস্পতিবার রাতে বাসার সিঁড়ির নিচে তালাবদ্ধ অবস্থায় রেখে ঘুমাতে যান। পরদিন ভোরে তার বড় ভাই নজরুল ইসলাম টিটু ফজরের নামাজের সময় দেখতে পান, তালা ভেঙে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ভুক্তভোগী বুলবুল শেখ টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে টুঙ্গিপাড়া থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রায়হান শেখকে শনাক্ত করে অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান শেখ স্বীকার করেন, তিনি একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছে এবং সেগুলো নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করত।
এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।