ঢাকা ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নির্বাচন কমিশনের সতর্কবার্তা। সাবধান থাকার পরামর্শ। স্বৈরাচারের দোসরেরা ভোট বানচালের চেষ্টা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: প্রধান উপদেষ্টা প্রতি বছর বিলম্বে পাঠ্যবই ছাপার নেপথ্যে  ৫ হাজার কোটি টাকার গাইড বাণিজ্য ! নিরপরাধ আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের। মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার ঘোর বিরোধী দাপুটে তিন বুদ্ধিজীবী। ইয়াবাসহ সুমন নামে এক মাদক কারবারি ডিবির হাতে গ্রেফতার। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মাদারীপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। খুলনা গণপূর্তে দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য : উপসহকারী প্রকৌশলী মিজানুরের সাত বছরের অপ্রতিরোধ্য সিন্ডিকেট ! তিনিই স্বঘোষিত সম্রাট! শিক্ষার্থীদের মাঝে দেশ ফাউন্ডেশনের শিক্ষা প্রণোদনা বিতরণ। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১৫টি বিভাগে প্রথম স্থান অধিকার করে সবার শীর্ষে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ।

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দিনাজপুর জেলা প্রশাসন

6

দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকা সদর হাসপাতাল মোড় ও জিলা স্কুলের সামনের ফুটপাত দখল করে গড়ে ওঠা অসংখ্য চায়ের দোকান, ফলের দোকান, পানের দোকানসহ অন্যান্য অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ জুলাই ২০২৫) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল এবং জারিফ সুলতান।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা জানান, দীর্ঘদিন ধরে সদর হাসপাতাল মোড় ও জিলা স্কুলের সামনের ফুটপাত অবৈধ দোকানদারদের দখলে থাকায় সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। বিশেষ করে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের হেঁটে চলাচল করতে সমস্যা হতো। এ ছাড়া জরুরি চিকিৎসাসেবায় আসা রোগী ও তাদের স্বজনদের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হতো।

অভিযানের সময় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অনেকেই সন্তোষ প্রকাশ করে জানান, এসব অবৈধ দোকানপাটের কারণে দীর্ঘদিন যাবৎ ফুটপাথ ব্যবহারের সুযোগ ছিল না। প্রশাসনের এমন উদ্যোগে পথচারীদের চলাচল অনেকটা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন তারা।

এ সময় ম্যাজিস্ট্রেটরা আরও বলেন, ভবিষ্যতে আবার কেউ ফুটপাত দখল করে দোকান বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তারা।

অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী, দিনাজপুর জেলা পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনের সতর্কবার্তা। সাবধান থাকার পরামর্শ।

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দিনাজপুর জেলা প্রশাসন

আপডেট সময় : ০২:৩১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
6

দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকা সদর হাসপাতাল মোড় ও জিলা স্কুলের সামনের ফুটপাত দখল করে গড়ে ওঠা অসংখ্য চায়ের দোকান, ফলের দোকান, পানের দোকানসহ অন্যান্য অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ জুলাই ২০২৫) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল এবং জারিফ সুলতান।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা জানান, দীর্ঘদিন ধরে সদর হাসপাতাল মোড় ও জিলা স্কুলের সামনের ফুটপাত অবৈধ দোকানদারদের দখলে থাকায় সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। বিশেষ করে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের হেঁটে চলাচল করতে সমস্যা হতো। এ ছাড়া জরুরি চিকিৎসাসেবায় আসা রোগী ও তাদের স্বজনদের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হতো।

অভিযানের সময় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অনেকেই সন্তোষ প্রকাশ করে জানান, এসব অবৈধ দোকানপাটের কারণে দীর্ঘদিন যাবৎ ফুটপাথ ব্যবহারের সুযোগ ছিল না। প্রশাসনের এমন উদ্যোগে পথচারীদের চলাচল অনেকটা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন তারা।

এ সময় ম্যাজিস্ট্রেটরা আরও বলেন, ভবিষ্যতে আবার কেউ ফুটপাত দখল করে দোকান বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তারা।

অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী, দিনাজপুর জেলা পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।