দিনাজপুরের নবাবগঞ্জে ”পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা চত্বরে থেকে বন বিভাগের আয়োজনে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক।
মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে দিনাজপুর সহকারী বন সংরক্ষক নুরন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার তাপস কুমার রায়, বিরামপুর রেঞ্জ কর্মকর্তা তানভীর ইসলাম, বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ, উপজেলা জামায়াত ইসলামের আমির নজরুল ইসলাম, সেক্রেটারি রেজাউল করিম, উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ, বিট কর্মকর্তা খাইরুল ইসলাম, এরশাদ আলী প্রমুখ।