আপডেট সময় :
১০:১২:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
১৬২
জন সংবাদটি পড়েছেন
দিনাজপুরের বোচাগঞ্জে সার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা
সরকারি বরাদ্দকৃত সার বিক্রয়ে অনিয়মের অভিযোগে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মাদ্রাসা রোড এলাকার একটি সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স রাব্বানী স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। জানা গেছে, সরকারি বরাদ্দপ্রাপ্ত সার নির্ধারিত মূল্যে বিক্রয় না করে অধিক দামে বিক্রির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতামূলক বার্তাও প্রচার করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা মজুদদারির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান...
9
সরকারি বরাদ্দকৃত সার বিক্রয়ে অনিয়মের অভিযোগে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মাদ্রাসা রোড এলাকার একটি সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স রাব্বানী স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।
জানা গেছে, সরকারি বরাদ্দপ্রাপ্ত সার নির্ধারিত মূল্যে বিক্রয় না করে অধিক দামে বিক্রির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতামূলক বার্তাও প্রচার করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা মজুদদারির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।