বিরলে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে পালানোর সময় ২ বাংলাদেশি আটক
বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে পালানোর সময় ২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
বুধবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির একটি টহলদল উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সংকোবানী এলাকায় সীমান্ত পিলার ৩৩০/৩ এর নিকটবর্তী, বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভিতরে অবস্থানকালে তাদের আটক করে।
আটককৃতরা হলেন বিরল উপজেলার ০৩নং ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামের উপেন্দ্রনাথ চন্দ্র দেবশর্মার ছেলে মানিক চন্দ্র (২২) এবং ০৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর (খটুপাড়া) গ্রামের শুনিলের কন্যা গোলাপি (২০)।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং স্থানীয় থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ৪২ বিজিবি ব্যাটালিয়নের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর নজরদারিতে রয়েছে।