মিলন আহমেদ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে চুক্তি অনুযায়ী সরকারি গুদামে ধান সরবরাহ না করায় ছয়টি অটো রাইস মিলে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বুধবার (৩০ জুলাই ২০২৫) দিনাজপুর সদর উপজেলার বড়ইল এলাকায় জেলা প্রশাসন, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
জানা গেছে, অভিযানে বয়রা অটো রাইস মিল ও নবান্ন মুড়ির মিলকে ৫০ হাজার টাকা, সৈয়দা এলমিস চৌধুরী অটো রাইস মিলকে ৩৫ হাজার টাকা, মেসার্স নিলুফা অটোমেটিক রাইস মিলসকে ২৫ হাজার টাকা, বিসমিল্লাহ অটো রাইস মিলসকে ৫০ হাজার টাকা এবং পূবালী অটো রাইস মিলসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী বলেন, বর্তমানে বোরো খাদ্যশস্য সংগ্রহের মৌসুম চলছে। দিনাজপুর জেলার ২৫-৩০টি অটোমেটিক রাইস মিল সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ধান সরবরাহ করছে না। এ বিষয়ে খোঁজ নিতে আজ ছয়টি মিল পরিদর্শন করা হয়। দেখা যায়, প্রতিটি মিলে প্রচুর পরিমাণ ধান মজুদ রয়েছে এবং তারা নিয়মিত উৎপাদন চালিয়ে যাচ্ছে, অথচ সরকারের গুদামে সরবরাহ করছে না।
তিনি আরও বলেন, মিলের লাইসেন্স অনুযায়ী এক মাস পর্যন্ত ধান মজুদ করা বৈধ। কিন্তু অধিক মুনাফার আশায় তারা এর বেশি সময় ধরে ধান মজুদ করছে। এতে করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। এজন্য পাঁচটি মিলকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৭ আগস্টের মধ্যে সব চুক্তিভুক্ত চাল সরবরাহের জন্য অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান বলেন, চুক্তি ভঙ্গ ও অবৈধ মজুদের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। সরকারের নির্ধারিত সময়ের মধ্যে ধান ও চাল সরবরাহ নিশ্চিত না করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।