ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারের দোসরেরা ভোট বানচালের চেষ্টা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: প্রধান উপদেষ্টা প্রতি বছর বিলম্বে পাঠ্যবই ছাপার নেপথ্যে  ৫ হাজার কোটি টাকার গাইড বাণিজ্য ! নিরপরাধ আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের। মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার ঘোর বিরোধী দাপুটে তিন বুদ্ধিজীবী। ইয়াবাসহ সুমন নামে এক মাদক কারবারি ডিবির হাতে গ্রেফতার। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মাদারীপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। খুলনা গণপূর্তে দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য : উপসহকারী প্রকৌশলী মিজানুরের সাত বছরের অপ্রতিরোধ্য সিন্ডিকেট ! তিনিই স্বঘোষিত সম্রাট! শিক্ষার্থীদের মাঝে দেশ ফাউন্ডেশনের শিক্ষা প্রণোদনা বিতরণ। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১৫টি বিভাগে প্রথম স্থান অধিকার করে সবার শীর্ষে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ। মহামানব গণেশ পাগল সেবাশ্রম কমিটির আগামীদিনের কর্ম পরিকল্পনা ঘোষণা।

দিনাজপুরে চুক্তি ভঙ্গ ও অবৈধ মজুদের অভিযোগে ৫ মিলকে জরিমানা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১৬৩ জন সংবাদটি পড়েছেন
8

মিলন আহমেদ, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে চুক্তি অনুযায়ী সরকারি গুদামে ধান সরবরাহ না করায় ছয়টি অটো রাইস মিলে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বুধবার (৩০ জুলাই ২০২৫) দিনাজপুর সদর উপজেলার বড়ইল এলাকায় জেলা প্রশাসন, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

জানা গেছে, অভিযানে বয়রা অটো রাইস মিল ও নবান্ন মুড়ির মিলকে ৫০ হাজার টাকা, সৈয়দা এলমিস চৌধুরী অটো রাইস মিলকে ৩৫ হাজার টাকা, মেসার্স নিলুফা অটোমেটিক রাইস মিলসকে ২৫ হাজার টাকা, বিসমিল্লাহ অটো রাইস মিলসকে ৫০ হাজার টাকা এবং পূবালী অটো রাইস মিলসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী বলেন, বর্তমানে বোরো খাদ্যশস্য সংগ্রহের মৌসুম চলছে। দিনাজপুর জেলার ২৫-৩০টি অটোমেটিক রাইস মিল সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ধান সরবরাহ করছে না। এ বিষয়ে খোঁজ নিতে আজ ছয়টি মিল পরিদর্শন করা হয়। দেখা যায়, প্রতিটি মিলে প্রচুর পরিমাণ ধান মজুদ রয়েছে এবং তারা নিয়মিত উৎপাদন চালিয়ে যাচ্ছে, অথচ সরকারের গুদামে সরবরাহ করছে না।

তিনি আরও বলেন, মিলের লাইসেন্স অনুযায়ী এক মাস পর্যন্ত ধান মজুদ করা বৈধ। কিন্তু অধিক মুনাফার আশায় তারা এর বেশি সময় ধরে ধান মজুদ করছে। এতে করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। এজন্য পাঁচটি মিলকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৭ আগস্টের মধ্যে সব চুক্তিভুক্ত চাল সরবরাহের জন্য অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান বলেন, চুক্তি ভঙ্গ ও অবৈধ মজুদের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। সরকারের নির্ধারিত সময়ের মধ্যে ধান ও চাল সরবরাহ নিশ্চিত না করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sanjib Das

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচারের দোসরেরা ভোট বানচালের চেষ্টা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: প্রধান উপদেষ্টা

দিনাজপুরে চুক্তি ভঙ্গ ও অবৈধ মজুদের অভিযোগে ৫ মিলকে জরিমানা

আপডেট সময় : ১২:২১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
8

মিলন আহমেদ, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে চুক্তি অনুযায়ী সরকারি গুদামে ধান সরবরাহ না করায় ছয়টি অটো রাইস মিলে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বুধবার (৩০ জুলাই ২০২৫) দিনাজপুর সদর উপজেলার বড়ইল এলাকায় জেলা প্রশাসন, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

জানা গেছে, অভিযানে বয়রা অটো রাইস মিল ও নবান্ন মুড়ির মিলকে ৫০ হাজার টাকা, সৈয়দা এলমিস চৌধুরী অটো রাইস মিলকে ৩৫ হাজার টাকা, মেসার্স নিলুফা অটোমেটিক রাইস মিলসকে ২৫ হাজার টাকা, বিসমিল্লাহ অটো রাইস মিলসকে ৫০ হাজার টাকা এবং পূবালী অটো রাইস মিলসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী বলেন, বর্তমানে বোরো খাদ্যশস্য সংগ্রহের মৌসুম চলছে। দিনাজপুর জেলার ২৫-৩০টি অটোমেটিক রাইস মিল সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ধান সরবরাহ করছে না। এ বিষয়ে খোঁজ নিতে আজ ছয়টি মিল পরিদর্শন করা হয়। দেখা যায়, প্রতিটি মিলে প্রচুর পরিমাণ ধান মজুদ রয়েছে এবং তারা নিয়মিত উৎপাদন চালিয়ে যাচ্ছে, অথচ সরকারের গুদামে সরবরাহ করছে না।

তিনি আরও বলেন, মিলের লাইসেন্স অনুযায়ী এক মাস পর্যন্ত ধান মজুদ করা বৈধ। কিন্তু অধিক মুনাফার আশায় তারা এর বেশি সময় ধরে ধান মজুদ করছে। এতে করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। এজন্য পাঁচটি মিলকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৭ আগস্টের মধ্যে সব চুক্তিভুক্ত চাল সরবরাহের জন্য অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান বলেন, চুক্তি ভঙ্গ ও অবৈধ মজুদের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। সরকারের নির্ধারিত সময়ের মধ্যে ধান ও চাল সরবরাহ নিশ্চিত না করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।