আজ শনিবার ১১ অক্টোবর দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার মাদারীপুরের টেকেরহাট বন্দরনগরীতে ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি, জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান স্থানীয় নেতা কর্মীদের সাথে নিয়ে দিনভর গণসংযোগ করেন। সাধারণ মানুষের খোঁজ – খবর নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। আগামীর বৈষম্যমুক্ত ও শোষন- বঞ্চনাহীন বাংলাদেশ গড়তে ৩১ দফার বিকল্প নেই এ বিষয়ে জনগণকে সম্যক ধারণা দেন। জনসংযোগকালে দেখা যায় খুব উৎফুল্লভাবে জনসাধারণ ধৈর্য ও আগ্রহসহকারে নেত্রীর কথা শোনেন।
গণসংযোগকালে হেলেন জেরিন খানের সাথে ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু, রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেন, রাজৈর উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি রাজু আহমেদ বাবুল, বিএনপি নেতা সিরাজ ফকির, বিএনপি নেতা শেখ মহিউদ্দিন মহি,যুব নেতা মেরাজ ফকির এনামুল ঢালী,রাজৈর উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দসহ এক ঝাঁক তরুণ নেতৃত্ব।
সারাক্ষণ ডেস্ক 

















