আজ বুধবার (২৪ ডিসেম্বর,২০২৫) তারিখ আগামীকাল রাজশাহী আইএইচটি-৯৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ার নিমিত্তে সিরাজগঞ্জ ম্যাটসের হল রুমে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম- রংপুর, মাজেদুল-গাইবান্ধা, ফিরোজ কবির – গাইবান্ধা, জহুরুল -সৈয়দপুর,লিটন-সিরাজগঞ্জ, বিপ্লব – সিরাজগঞ্জ, তরিকুল – সিরাজগঞ্জ, হুমায়ূন – সিরাজগঞ্জ, আলমগীর – টাঙ্গাইল, জাহাঙ্গীর -টাঙ্গাইল, আব্দুর রশীদ – যশোর,মতিউল- পাবনা,টি আলম- নোয়াখালী, রবিউল – সিরাজগঞ্জ, শহীদুল – পাবনা, ইদ্রিস আলী – সিরাজগঞ্জ,জুলেখা- বাগেরহাট, নাসরিন – দিনাজপুর, সুলেখা – মাদারীপুর প্রমুখ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ প্রস্তুতিমূলক সভায় মতামত ব্যক্ত করেন।
সবাই মতামত প্রদান করেন আগামীকাল সিরাজগঞ্জ ম্যাটসে অনুষ্ঠিত রাজশাহী আইএইচটি – ৯৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানটি সুন্দর, প্রাণবন্ত ও নান্দনিক এবং উপভোগ্য করতে সকলকে সহযোগিতা করতে অনুরোধ জানান আয়োজকবৃন্দ।
আয়োজক কমিটির প্রধান হুমায়ূন, তরিকুল ও লিটন ম্যাটস সিরাজগঞ্জ প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে পুনর্মিলনী অনুষ্ঠানটি সফল করার জন্য।
সারাক্ষণ ডেস্ক 
















